Ajker Patrika

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন 

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২২
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন 

দিনাজপুরের পার্বতীপুরে স্বামী হত্যার দায়ে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিজ্ঞ বিচারক শ্যাম সুন্দর এই রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি।

সাজাপ্রাপ্ত শরিফা বেগম (২৫) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চান্দোয়াপাড়া গ্রামের শাহাজাদ হোসেনের স্ত্রী এবং একই উপজেলার ভোটগাছ গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে। 

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে শাহাজাদ হোসেন টাঙ্গাইলের একটি চালকলে কাজ করতে যান। এ সময় পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী শরিফা বেগম। ২০২১ সালের ১৪ এপ্রিল শাহাজাদ হোসেন বাড়ি ফিরলে শরিফা বেগম তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে শ্বাসরোধ করে হত্যা করেন। 

এই ঘটনায় শাহাজাদ হোসেনের ছোট ভাই মমিনুর রহমান বাদী হয়ে শরিফা বেগমকে একমাত্র আসামি করে পার্বতীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতে মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত