পঞ্চগড় সংবাদদাতা
পঞ্চগড়ের বোদায় মামলা তুলে না নেওয়ায় তাহের আহমদ দেওয়ান (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে উপজেলার ফুলতলা বাজারে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাহের দেওয়ানকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আহমদিয়া সম্প্রদায়ের নেতা। আগের মামলার আসামিরা এই হামলা চালায় বলে তাঁর অভিযোগ।
উপজেলার ফুলতলা বাজারে বিকাশের এজেন্ট আহমদিয়া সম্প্রদায়ের শালশিরি জামাতের সভাপতি তাহের আহমদ দেওয়ান। গত বছরের সেপ্টেম্বরে রাতে বাড়ি ফেরার পথে তাঁকে মারধর করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেন তাহের।
আজ দুপুরে ফুলতলা বাজারে তাহের দোকান খুলতে গেলে পেছন থেকে ছুরি দিয়ে হামলা করা হয়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
তাহের আহমদ দেওয়ান বলেন, ‘আমি দোকান খুলিছিলাম। এ সময় পেছন থেকে আমার ওপর কোরিয়ান ফোল্ডিং ছুরি দিয়ে হামলা করে রাকিব। আমি হাত দিয়ে ছুরি ধরে ফেলি। আমার হাত কেটে গেছে। মাথায় আঘাত লেগেছে। সে আমাকে মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকি দেয়। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রাকিবের নামে থানায় মামলা রয়েছে। তিনি আগে আহমদিয়া ছিলেন, পরে সুন্নি মতাদর্শী হয়েছেন। ঘটনাটি আমরা শুনেছি। তবে এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পঞ্চগড়ের বোদায় মামলা তুলে না নেওয়ায় তাহের আহমদ দেওয়ান (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে উপজেলার ফুলতলা বাজারে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাহের দেওয়ানকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আহমদিয়া সম্প্রদায়ের নেতা। আগের মামলার আসামিরা এই হামলা চালায় বলে তাঁর অভিযোগ।
উপজেলার ফুলতলা বাজারে বিকাশের এজেন্ট আহমদিয়া সম্প্রদায়ের শালশিরি জামাতের সভাপতি তাহের আহমদ দেওয়ান। গত বছরের সেপ্টেম্বরে রাতে বাড়ি ফেরার পথে তাঁকে মারধর করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেন তাহের।
আজ দুপুরে ফুলতলা বাজারে তাহের দোকান খুলতে গেলে পেছন থেকে ছুরি দিয়ে হামলা করা হয়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
তাহের আহমদ দেওয়ান বলেন, ‘আমি দোকান খুলিছিলাম। এ সময় পেছন থেকে আমার ওপর কোরিয়ান ফোল্ডিং ছুরি দিয়ে হামলা করে রাকিব। আমি হাত দিয়ে ছুরি ধরে ফেলি। আমার হাত কেটে গেছে। মাথায় আঘাত লেগেছে। সে আমাকে মামলা তুলে না নিলে মেরে ফেলার হুমকি দেয়। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘রাকিবের নামে থানায় মামলা রয়েছে। তিনি আগে আহমদিয়া ছিলেন, পরে সুন্নি মতাদর্শী হয়েছেন। ঘটনাটি আমরা শুনেছি। তবে এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দুর্ঘটনারোধে খোলা ঢাকনায় লাঠিতে লাল কাপড় বেঁধে সাধারণ মানুষকে সতর্ক করতে দেখা যায়। এর আগে ২০২৩ সালে তিন মাসে সিটি করপোরেশনে ৮০ লাখ টাকার ঢাকনা চুরি হয়েছিল।
২১ মিনিট আগেপরিবারের সদস্যরা জানান, অনেক সময় তাঁকে ঘরে না পেলে পরে দেখা যায় কবরের পাশে বসে কাঁদছেন। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা নুরুল হক হাওলাদারও মানসিকভাবে ভেঙে পড়েছেন। বাকরুদ্ধ হয়ে কাটাচ্ছেন দিন। কোনো কাজকর্মে মন দিতে পারছেন না। বাড়িতে কেউ এলেই অঝোরে কাঁদতে থাকেন তিনি।
২৩ মিনিট আগেক্রমবর্ধমান চাহিদার সাথে পাল্লা দিয়ে নয়াবাজারে গড়ে উঠেছে ৫০টিরও বেশি পুরনো আসবাবপত্রের দোকান। এখানে কী নেই! পুরনো দরজা, জানালা, চৌকাঠ, জানালার গ্রিল, চেয়ার, টেবিল, সিমেন্টের পাল্লা, এমনকি পুরনো টিন পর্যন্ত পাওয়া যায়। মূলত নতুন পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায়...
১ ঘণ্টা আগে২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ শেষে বাড্ডা এলাকায় বের হলে তিনি পুলিশের গুলিতে আহত হন। একটি গুলি তাঁর ডান চোখের পাশে লেগে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে