সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে মোছা. জনতা বেগম (৩৪) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া (কছিম বাজার) গ্রামের মৎস্যখামার এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগ ওঠা ওই ব্যক্তির নাম মো. আব্দুল লতিফ। তিনি ভাটি কাপাসিয়া গ্রামের মো. মোত্তালেব হোসেনের ছেলে।
জানা গেছে, গুরুতর আহত স্ত্রীকে চিকিৎসকের কাছে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপর লাশ নিয়ে বাড়িতে ফেরার পথে নিহত ব্যক্তির স্বামী আব্দুল লতিফ লাশ বাড়ির পাশে একটি সাঁকোর ওপর ফেলে রেখে পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আজ সকালে জনতা বেগম ও আব্দুল লতিফের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপর আব্দুল লতিফ তাঁর স্ত্রীর লাশ বাড়ির পাশে একটি কাঠের সাঁকোতে ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত স্বামীকে আটকের চেষ্টাও চলছে বলেও জানান ওসি।
গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে মোছা. জনতা বেগম (৩৪) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া (কছিম বাজার) গ্রামের মৎস্যখামার এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগ ওঠা ওই ব্যক্তির নাম মো. আব্দুল লতিফ। তিনি ভাটি কাপাসিয়া গ্রামের মো. মোত্তালেব হোসেনের ছেলে।
জানা গেছে, গুরুতর আহত স্ত্রীকে চিকিৎসকের কাছে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপর লাশ নিয়ে বাড়িতে ফেরার পথে নিহত ব্যক্তির স্বামী আব্দুল লতিফ লাশ বাড়ির পাশে একটি সাঁকোর ওপর ফেলে রেখে পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে আজ সকালে জনতা বেগম ও আব্দুল লতিফের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপর আব্দুল লতিফ তাঁর স্ত্রীর লাশ বাড়ির পাশে একটি কাঠের সাঁকোতে ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত স্বামীকে আটকের চেষ্টাও চলছে বলেও জানান ওসি।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গত এক বছরে বিধিবহির্ভূত নিয়োগ ও দুর্নীতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির আর্থিক বিষয় দেখভালের জন্য ইউজিসির একজন কর্মকর্তাকে দায়িত্ব
১৯ মিনিট আগেঅপরাধীরা যেন কেউ ছাড় না পায়, সে জন্য তাদের কঠোরভাবে দমন করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুন-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সভাপতির বক্তব্যে
২১ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী মারা যাওয়ার তিন ঘণ্টা পর স্বামীও মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার তাঁদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। মারা যাওয়া দুজন হলেন উপজেলার রাউৎগাঁওয়ের ওয়ারিছ মিয়া ও তাঁর স্ত্রী রিনা বেগম। ওয়ারিছ রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসা ও রাউৎগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
২৩ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে দিনদুপুরে নিজের ঘরে হাজি আব্দুস সত্তার হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ থানার গোলদার বাড়ি নামের স্থানে একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন। বাকেরগঞ্জ
২৩ মিনিট আগে