Ajker Patrika

আদমদীঘিতে ঋণখেলাপি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘিতে ঋণখেলাপি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে দুই কোটি চার লাখ টাকার ঋণখেলাপি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার সান্তাহার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার কফিল উদ্দিন (৫২) সান্তাহারের নতুন বাজার এলাকার মৃত তহির উদ্দিনের ছেলে ও কপিল ট্রেডার্সের স্বত্বাধিকারী। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালে নওগাঁ যুগ্ম দায়রা জজ আদালতের একটি সিআর ৪৩৮ মামলায় দুই কোটি চার লাখ টাকা ঋণখেলাপি আদালত কফিল উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল সোমবার রাতে তার বাসা থেকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত