পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন-অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পরাশক্তি আমেরিকাসহ অনেকের সহ্য হচ্ছে না। তারা ঈর্ষান্বিত হয়ে নানা অপপ্রচার-অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচাৰ্য।
আজ শুক্রবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পল্লি পণ্য মেলা ও উদ্যোক্তা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
স্বপন ভট্টাচাৰ্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশ দিয়েছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। তার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। এ আত্মনির্ভশীলতায় আমেরিকা ঈর্ষান্বিত হয়ে নানা কূটকৌশল অবলম্বন করছে।’
তিনি বলেন, ‘তাদের লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। কারণ, তারা এক সময়ে এ দেশে টাকা খাটায়ে সুদ খেত। তাদের টাকা ছাড়া এ দেশে ব্রিজ, মেট্রোরেল করা যেত না। আমাদের ভাত জুটতো না। আজ আমরা স্বনির্ভর হওয়ার কারণেই এসব অপতৎপরতা।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তাদের এহেন কর্মকাণ্ড এটাই প্রথম না। আমাদের মহান স্বাধীনতার সময়ও তারা বিরোধিতা করেছে।’
বিআরডিবির (গ্রেড-১) মহাপরিচালক আ. গাফ্ফার খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান প্রমুখ।
বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন-অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পরাশক্তি আমেরিকাসহ অনেকের সহ্য হচ্ছে না। তারা ঈর্ষান্বিত হয়ে নানা অপপ্রচার-অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচাৰ্য।
আজ শুক্রবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পল্লি পণ্য মেলা ও উদ্যোক্তা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
স্বপন ভট্টাচাৰ্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশ দিয়েছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। তার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। এ আত্মনির্ভশীলতায় আমেরিকা ঈর্ষান্বিত হয়ে নানা কূটকৌশল অবলম্বন করছে।’
তিনি বলেন, ‘তাদের লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। কারণ, তারা এক সময়ে এ দেশে টাকা খাটায়ে সুদ খেত। তাদের টাকা ছাড়া এ দেশে ব্রিজ, মেট্রোরেল করা যেত না। আমাদের ভাত জুটতো না। আজ আমরা স্বনির্ভর হওয়ার কারণেই এসব অপতৎপরতা।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তাদের এহেন কর্মকাণ্ড এটাই প্রথম না। আমাদের মহান স্বাধীনতার সময়ও তারা বিরোধিতা করেছে।’
বিআরডিবির (গ্রেড-১) মহাপরিচালক আ. গাফ্ফার খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান প্রমুখ।
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। এ সময় তাঁর সঙ্গে থাকা থানা-পুলিশকে নীরব থাকতে দেখা গেছে।
১৫ মিনিট আগেসুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া দুই বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ রোববার সকালে প্রধান বিচারপতির এজলাসে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রথা অনুসারে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি
১৮ মিনিট আগেচট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দিয়ে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি
২৩ মিনিট আগেরাজধানীর উত্তরায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার বিভিন্ন এলাকায় গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাত থেকে আজ রোববার (২০ এপ্রিল) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
২৬ মিনিট আগে