ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরিপাড়া গ্রামের শত বছরের পুরোনো কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ বুধবার (২৮ মে) বেলা ১১টায় পৌর শহরের ঢাকা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধনে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, কমিটির উপদেষ্টা নাজমুল হক নাজিম, মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন, সহসভাপতি হানিফ মন্ডল, মেহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আজহার আলী ও মোমিনুল ইসলাম। মানববন্ধনে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, কবরস্থানটি প্রায় এক শতাব্দী আগে প্রতিষ্ঠিত হয়। এটি এই এলাকার একমাত্র কবরস্থান। সম্প্রতি একটি প্রভাবশালী মহল কবরস্থানের একাংশ দখলের চেষ্টা করছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
বক্তারা আরও বলেন, ‘এই কবরস্থানে আমাদের পূর্বপুরুষেরা চিরনিদ্রায় শায়িত। আমরা কোনোভাবেই কবরস্থানের এক ইঞ্চি জায়গাও দখল হতে দেব না। এই কবরস্থান নিয়ে কোনো ষড়যন্ত্র করলে এলাকাবাসী তা কঠোর হাতে দমন করবে।’
এ সময় বক্তারা কবরস্থানের সীমানা নির্ধারণসহ সরকারি খতিয়ানভুক্ত করার দাবি জানান। পাশাপাশি দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরিপাড়া গ্রামের শত বছরের পুরোনো কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ বুধবার (২৮ মে) বেলা ১১টায় পৌর শহরের ঢাকা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধনে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, কমিটির উপদেষ্টা নাজমুল হক নাজিম, মসজিদ কমিটির সভাপতি আলতাফ হোসেন, সহসভাপতি হানিফ মন্ডল, মেহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আজহার আলী ও মোমিনুল ইসলাম। মানববন্ধনে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, কবরস্থানটি প্রায় এক শতাব্দী আগে প্রতিষ্ঠিত হয়। এটি এই এলাকার একমাত্র কবরস্থান। সম্প্রতি একটি প্রভাবশালী মহল কবরস্থানের একাংশ দখলের চেষ্টা করছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
বক্তারা আরও বলেন, ‘এই কবরস্থানে আমাদের পূর্বপুরুষেরা চিরনিদ্রায় শায়িত। আমরা কোনোভাবেই কবরস্থানের এক ইঞ্চি জায়গাও দখল হতে দেব না। এই কবরস্থান নিয়ে কোনো ষড়যন্ত্র করলে এলাকাবাসী তা কঠোর হাতে দমন করবে।’
এ সময় বক্তারা কবরস্থানের সীমানা নির্ধারণসহ সরকারি খতিয়ানভুক্ত করার দাবি জানান। পাশাপাশি দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
রাজধানীর বনানীর মহাখালীতে নয় বছরের পথশিশুকে ধর্ষণের ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।
২০ মিনিট আগেরিজওয়ানা হাসান বলেন, ‘শ্যামাসুন্দরী খালের দুটি স্থানে কৃত্রিম বাঁধ দেওয়া হয়েছে। বাঁধগুলোর যৌক্তিকতা খুঁজে দেখা হবে এবং প্রয়োজন হলে সেগুলো অপসারণে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে শুষ্ক মৌসুমেই কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।’
২২ মিনিট আগেঘরের বারান্দায় চেয়ারে বসেছিলেন শিউলি বিশ্বাস। পরনে লাল আর কালো রঙের ফুল তোলা প্রিন্টের শাড়ি, দুই হাতে শাঁখা। কাছে যেতেই বারান্দা থেকে নেমে দাঁড়ান সিঁড়ির ওপর। কেমন আছেন জিজ্ঞাসা করতেই মৃদু হেসে বলতে লাগলেন, ‘প্রায় দুইটা মাস কত আতঙ্ক আর দুর্ভোগ-কষ্টে কেটেছে। অসহায় হয়ে পড়েছিলাম।’
৩৩ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য প্রদত্ত ভাইস চ্যান্সেলর স্কলারশিপে মনোনীত তালিকায় রয়েছেন প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডে নাম আসা এক শিক্ষার্থীর। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, ‘অনিয়ম করে মার্ক পাওয়ার অভিযোগ আছে যার বিরুদ্ধে, সে কোনোভাবেই এই স্কলারশ
৩৬ মিনিট আগে