Ajker Patrika

ভুট্টাখেতে পড়ে ছিল ধড়, বাঁশঝাড়ে মিলল মাথা 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ২০: ২২
ভুট্টাখেতে পড়ে ছিল ধড়, বাঁশঝাড়ে মিলল মাথা 

লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টাখেতে পাওয়া মাথাবিহীন লাশটি ভ্যানচালক মানিকুল ইসলামের (২৫)। আজ শনিবার সকালে দালালপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে তাঁর মাথা উদ্ধার করা হয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার বিকেলে একই ইউনিয়নের রমনীগঞ্জ থেকে তাঁর মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনেরা তাঁর পরিচয় নিশ্চিত করলে জানা যায়, তিনি উপজেলার সিঙ্গিমারী গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে। এ ঘটনায় গতকাল রাতেই মানিকুলের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, আজ সকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়ার বাঁশঝাড় এলাকা থেকে মানিকুলের মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সাত দিন আগে সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের ছেলে বাবুলের একটি ভ্যান চুরি হয়। চুরির ঘটনায় মানিকুলকে সন্দেহ করেন বাবুলের পরিবারের লোকজন। এ ঘটনার চার দিন পর থেকে মানিকুল নিখোঁজ ছিলেন। গতকাল শুক্রবার বিকেলে ভুট্টাখেতে তাঁর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মানিকুলের স্ত্রী শাকিলা আক্তার বলেন, গত বৃহস্পতিবার বিকেলে তাঁর স্বামীর সঙ্গে ফোনে শেষ কথা হয়। তখন স্বামী জানিয়েছিলেন, রাত ৮টার মধ্যে বাড়ি এসে কাপড় নিয়ে ঢাকা চলে যাবেন। এ কথা কাউকে বলতে নিষেধ করেন। কিন্তু রাত ৮টার পর তাঁকে আর ফোনে পাওয়া যায়নি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। গতকাল রাতে এ ঘটনায় মানিকুলের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত