Ajker Patrika

করতোয়ায় গলায় কাপড় প্যাঁচানো লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৫: ১৫
Thumbnail image

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের দুদিন পর করতোয়া নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর সাঁওতালের ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত সফিকুল ইসলাম ঠান্ডুর (৫২) বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতরি শ্যামেরডাঙ্গা এলাকায়। তিনি ওই এলাকায় ইসাহাক আলীর ছেলে। 

পুলিশ জানায়, সফিকুল ইসলাম জমি বেচাকেনায় মাধ্যম হিসেবে কাজ করে আসছেন। সম্প্রতি স্থানীয় একটি পরিবারের সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ চলছিল। এরই মধ্যে গত বুধবার থেকে নিখোঁজ হয় সফিকুল। পরদিন বোদা থানায় মৌখিকভাবে বিষয়টি অবগত করে তাঁর পরিবার। 

আজ শুক্রবার সকালে করতোয়া নদীর সাঁওতালের ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে থাকতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সফিকুলের পরিবারের লোকজন এসে মরদেহটি তাঁর বলে শনাক্ত করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘মরদেহের গলায় কাপড় প্যাঁচানো ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার ছেলে রিপন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত