Ajker Patrika

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী-দিনাজপুর সড়কের বারাইহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মিম এন্টার প্রাইজ নামে একটি বগুড়া মেইলবাস ফুলবাড়ী থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বারাইহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক যাত্রীবাহী বাসটিকে ওভারটেক করার সময় বাসের পেছনের দিকে ধাক্কা লাগে। এ সময় যাত্রীবাহী ওই বাসের পেছনের ছিটে থাকা অজ্ঞাত ১৮ বছর বয়সী এক বাসযাত্রী ঘটনা স্থলেই নিহত হন। খবর পেয়ে ফুলবাড়ী থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। বাসটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিচয় পাওয়া শনাক্তে চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

যারা একাত্তরে ফিরতে চায়, তারা চব্বিশ অস্বীকার করে: নাহিদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত