Ajker Patrika

দিনাজপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কৃষককে ছেড়ে দিয়েছে বিএসএফ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 
বিজিবি সদস্যদের সঙ্গে কৃষক আলামিন। ছবি: আজকের পত্রিকা
বিজিবি সদস্যদের সঙ্গে কৃষক আলামিন। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কৃষক আলামিনকে ছয় ঘণ্টা পর ছেড়ে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে বিজিবি তাঁকে দেশে নিয়ে আসে।

বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান-উল ইসলাম বলেন, ‘পাঁচজন বাংলাদেশি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। বিএসএফের ধারণা, সীমান্তের আশপাশে থাকা কেউ তাঁদের সহযোগিতা করেছেন। সে সময় আলামিন নামে এক বাংলাদেশি যুবক সীমান্তের খুব কাছাকাছি ছিল। তারা আলামিনকে সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল–বোঝাবুঝি ছিল। আমাদের পতাকা বৈঠকে বিষয়টির সমাধান হয়েছে। আজ শুক্রবার বিকেল সোয়া ৪টায় আলামিনকে তারা ফেরত দিয়েছে।’

জানা গেছে, আজ সকালে বিরলের এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্যরেখার ৩২৩ নম্বর পিলারের পাশে আলামিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ এসে তাঁকে তাদের ক্যাম্পে তুলে নিয়ে যায়। তাঁর পরিবারের লোকজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে দেশে ফেরত আনে বিজিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত