Ajker Patrika

গৃহবধূ হত্যা মামলায় গঙ্গাচড়ার একজনের যাবজ্জীবন

 গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা
আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ছালেহা বেগম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন ও চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি হলেন গঙ্গাচড়া উপজেলার মৌভাষা বামটারি চর এলাকার মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে বুলবুল। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া বুলবুলের ভাই নুরুল আমিনকে এক বছর সশ্রম কারাদণ্ড এবং নুর আলমের স্ত্রী আফরোজা বেগম, মোজাম শেখের ছেলে লাল মিয়া ও নুর আলমকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ৯ মার্চ পারিবারিক বিরোধের জেরে বাদী মঞ্জুম আলীর ছেলে সাজু মিয়াকে মারধর করেন আসামিরা। তখন ছালেহা বেগম ও তাঁর আরেক ছেলে এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। এ সময় আসামি বুলবুল ধারালো দা দিয়ে ছালেহার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন বিকেলে তিনি মারা যান। পরে নিহতের স্বামী মঞ্জুম আলী বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করেন।

মামলায় মোট ১৩ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত