গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ছালেহা বেগম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন ও চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।
মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি হলেন গঙ্গাচড়া উপজেলার মৌভাষা বামটারি চর এলাকার মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে বুলবুল। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া বুলবুলের ভাই নুরুল আমিনকে এক বছর সশ্রম কারাদণ্ড এবং নুর আলমের স্ত্রী আফরোজা বেগম, মোজাম শেখের ছেলে লাল মিয়া ও নুর আলমকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ৯ মার্চ পারিবারিক বিরোধের জেরে বাদী মঞ্জুম আলীর ছেলে সাজু মিয়াকে মারধর করেন আসামিরা। তখন ছালেহা বেগম ও তাঁর আরেক ছেলে এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। এ সময় আসামি বুলবুল ধারালো দা দিয়ে ছালেহার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন বিকেলে তিনি মারা যান। পরে নিহতের স্বামী মঞ্জুম আলী বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করেন।
মামলায় মোট ১৩ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক।
রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূ ছালেহা বেগম হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন ও চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।
মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি হলেন গঙ্গাচড়া উপজেলার মৌভাষা বামটারি চর এলাকার মৃত মোজাম্মেল ওরফে মোজাম শেখের ছেলে বুলবুল। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া বুলবুলের ভাই নুরুল আমিনকে এক বছর সশ্রম কারাদণ্ড এবং নুর আলমের স্ত্রী আফরোজা বেগম, মোজাম শেখের ছেলে লাল মিয়া ও নুর আলমকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ৯ মার্চ পারিবারিক বিরোধের জেরে বাদী মঞ্জুম আলীর ছেলে সাজু মিয়াকে মারধর করেন আসামিরা। তখন ছালেহা বেগম ও তাঁর আরেক ছেলে এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। এ সময় আসামি বুলবুল ধারালো দা দিয়ে ছালেহার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন বিকেলে তিনি মারা যান। পরে নিহতের স্বামী মঞ্জুম আলী বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করেন।
মামলায় মোট ১৩ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক।
৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেট বৈষম্য দূরীকরণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘লং মার্চের’ ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২ মিনিট আগেথানা থেকে আওয়ামী লীগের নেতা পালানোর ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের কর্মকর্তা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ ও চাঁদাবাজি মামলায় সাক্ষ্য দিতে আদালতে যাননি বাদী ও ঘটনার শিকার তরুণী। আলোচিত এই মামলার বাদী ওই তরুণীর স্বামী। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালতে হাজির করার জন্য পুলিশকে আদেশ দিয়েছেন বিচারক।
১৪ মিনিট আগেরাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে একটি মোটর পার্টসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ২ মিনিটে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
২০ মিনিট আগে