Ajker Patrika

ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনার হুমকি দিয়ে টাকা দাবি, ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৯: ৪১
Thumbnail image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাহজাহান আলী (৪৫) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাকাইহাট বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটক শাহজাহান আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়া গ্রামের বাসিন্দা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এক ওষুধের দোকানে ৫০ হাজার টাকা দাবি করেন শাহজাহান আলী। বিষয়টি সন্দেহ হলে দোকানি তাঁকে আটক করেন। পরে বাজারের লোকজন এসে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

বাজারের ওষুধ ব্যবসায়ী জয় চন্দ্র বর্মণ বলেন, শাহজাহান আলী নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি জানাজানি হলে ব্যবসায়ী ও স্থানীয়রা গণধোলাই দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে শাহজাহান আলীকে জনতার কবল থেকে উদ্ধারের পর আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত