রংপুর প্রতিনিধি
‘যকনে ফখরুল মাঠোত ভাষণ শ্যাষ করছে, তকনে গাড়িঘোড়া চলা শুরু করিছে। যেগল্যা মানুষ অটো সিএনজিত আসছেলো, তামরা নেড়ানেড়ি হয়া গাড়িগুলাত চড়ি বাড়িত গেইছে। ঠেলাঠেলির ভয়তে কাইল রাইতোত বাসোত ওঁঠো নাই। সমাবেশও শ্যাষ, গাড়িও খুলিল! এতে বোঝো দ্যাশোত কী হওছে!’
রংপুর মেডিকেল মোড়ে কথাগুলো বলছিলেন বীরগঞ্জের একরামুল হক। দুদিন আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দেড় বছরের শিশুকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। আজ রোববার স্ত্রী ও সন্তানকে রেখে বাড়ি যাচ্ছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।
একরামুলের পাশে দাঁড়িয়ে থাকা সৈয়দপুরের নিজবাড়ি গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘শুনেছি পরিবহন মালিকেরা মহাসড়কে ইজিবাইক, সিএনজির চলাচল বন্ধে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল। কিন্তু ধর্মঘট দিয়ে তো সিএনজি, ইজিবাইকই আমাদের মতো সাধারণ মানুষের ভরসা ছিল। তা ছাড়া এগুলো বন্ধে তো সরকার কোনো পদক্ষেপ নিল না। তাহলে ধর্মঘট করে কী হলো?’
শুধু একরামুল আর মিজানুর রহমানই নন, দুদিনের পরিবহন ধর্মঘটের পর যান চলাচল স্বাভাবিক হওয়ার পর দূরের যাত্রীরা হাঁফ ছেড়ে বেঁচেছেন। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ছাড়া ধর্মঘটে কী পেল পরিবহন মালিকেরা? এমন প্রশ্নই ছিল সাধারণ যাত্রীদের।
এ বিষয়ে জানতে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। মোজাম্মেল হক বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যানবাহন চলাচল করছে। এসব বন্ধের দাবিতে ও রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানি বন্ধে দুই দিনের ধর্মঘট দেওয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টায় ধর্মঘট শেষ হয়েছে। এরপর থেকে স্বাভাবিক সময়ের মতো যানবাহন চলাচল শুরু হয়।
দুই দিনের পরিবহন ধর্মঘটে কী পেলেন জানতে চাইলে মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাস, ট্রাক, মাইক্রোবাস মালিক সমিতিসহ আলোচনা করে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। কী পেলাম আর কী পেলাম না সেটা সময়েই বোঝা যাবে। আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি, তাঁরা যাতে হাইকোর্টের নির্দেশ দ্রুত বাস্তবায়ন করে মহাসড়কে থ্রিহুইলার বন্ধ করে।’
‘যকনে ফখরুল মাঠোত ভাষণ শ্যাষ করছে, তকনে গাড়িঘোড়া চলা শুরু করিছে। যেগল্যা মানুষ অটো সিএনজিত আসছেলো, তামরা নেড়ানেড়ি হয়া গাড়িগুলাত চড়ি বাড়িত গেইছে। ঠেলাঠেলির ভয়তে কাইল রাইতোত বাসোত ওঁঠো নাই। সমাবেশও শ্যাষ, গাড়িও খুলিল! এতে বোঝো দ্যাশোত কী হওছে!’
রংপুর মেডিকেল মোড়ে কথাগুলো বলছিলেন বীরগঞ্জের একরামুল হক। দুদিন আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দেড় বছরের শিশুকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। আজ রোববার স্ত্রী ও সন্তানকে রেখে বাড়ি যাচ্ছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।
একরামুলের পাশে দাঁড়িয়ে থাকা সৈয়দপুরের নিজবাড়ি গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘শুনেছি পরিবহন মালিকেরা মহাসড়কে ইজিবাইক, সিএনজির চলাচল বন্ধে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল। কিন্তু ধর্মঘট দিয়ে তো সিএনজি, ইজিবাইকই আমাদের মতো সাধারণ মানুষের ভরসা ছিল। তা ছাড়া এগুলো বন্ধে তো সরকার কোনো পদক্ষেপ নিল না। তাহলে ধর্মঘট করে কী হলো?’
শুধু একরামুল আর মিজানুর রহমানই নন, দুদিনের পরিবহন ধর্মঘটের পর যান চলাচল স্বাভাবিক হওয়ার পর দূরের যাত্রীরা হাঁফ ছেড়ে বেঁচেছেন। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ছাড়া ধর্মঘটে কী পেল পরিবহন মালিকেরা? এমন প্রশ্নই ছিল সাধারণ যাত্রীদের।
এ বিষয়ে জানতে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। মোজাম্মেল হক বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যানবাহন চলাচল করছে। এসব বন্ধের দাবিতে ও রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানি বন্ধে দুই দিনের ধর্মঘট দেওয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টায় ধর্মঘট শেষ হয়েছে। এরপর থেকে স্বাভাবিক সময়ের মতো যানবাহন চলাচল শুরু হয়।
দুই দিনের পরিবহন ধর্মঘটে কী পেলেন জানতে চাইলে মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাস, ট্রাক, মাইক্রোবাস মালিক সমিতিসহ আলোচনা করে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। কী পেলাম আর কী পেলাম না সেটা সময়েই বোঝা যাবে। আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি, তাঁরা যাতে হাইকোর্টের নির্দেশ দ্রুত বাস্তবায়ন করে মহাসড়কে থ্রিহুইলার বন্ধ করে।’
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে