Ajker Patrika

কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণী আটক

কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণী আটক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. কবির হোসেন।

আটক দুই তরুণীর একজন মোছা. হাসিনা আক্তার বেবি (১৮)। তিনি বালুখালি ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-৯ এর বাসিন্দা। বাবার নাম তৈয়ব এবং মায়ের নাম আরফা বেগম। অপর তরুণীর নাম মোছা. খুরশিদা। তিনি একই ক্যাম্পের ব্লক ডির বাসিন্দা। তাঁর বাবার নাম সৈয়দ আহম্মদ এবং মায়ের নাম সৈয়দা খাতুন।

এ বিষয়ে কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসিনা আক্তার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ব্যাপারীপাড়া বালিয়ামারী গ্রামের আজিজুল হক ও নুরনেসা বেগমের সন্তান এবং খুরশিদা আক্তার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ বাউনিয়ার চর গ্রামের ফয়জার শেখ ও রাবেয়া খাতুনের সন্তান পরিচয়ে জন্মনিবন্ধন সনদ নিয়ে পাসপোর্ট করতে আসেন। এ সময় তাদের সঙ্গে কথা বলে সন্দেহ হয়। এবং তারা ঠিকমতো বাংলা বলতে পারছিলেন না। তাদের কথা শুনে মনে হয় তারা রোহিঙ্গা। পরে তাদের কুড়িগ্রাম সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ‘আটক দুই তরুণীকে জেলা পুলিশের ডিএসবি শাখায় হস্তান্তর করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত