Ajker Patrika

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নদীর দু’পাড়ে গড়ে তোলা হবে শিল্পনগরী: বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নদীর দু’পাড়ে গড়ে তোলা হবে শিল্পনগরী: বাণিজ্যমন্ত্রী

কাউনিয়া (রংপুর): তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীর দুই পাড়ে শিল্পনগরী গড়ে তুলবে সরকার। এ জন্য চীনকে একটি প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা এরই মধ্যে অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক পাকাকরণ ও ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন শেষে এ তথ্য জানান তিনি। 

বাণিজ্যমন্ত্রী বলেন, নদীভাঙন রোধ ও দুই পাড়ের মানুষের দুর্ভোগ লাঘব করতে তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে নদীর দু’পাড়ে শিল্পকারখানা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য চীনের সঙ্গে সাড়ে আট হাজার কোটি টাকার একটি প্রকল্পের ব্যাপারে কথাবার্তা চলছে। এই প্রকল্প শুরু হলে দুই পাড়ে শিল্প কলকারখানা গড়ে উঠবে। যা এই অঞ্চলের সামাজিক ও অর্থনীতিকে বদলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ ছাড়াও তিস্তা খননের সময় ওঠা বালি দিয়ে সিমেন্ট মিশ্রিত কংক্রিটের ইট তৈরি করা যায় কিনা সেটিও পরীক্ষা নিরীক্ষা করা হবে। এতে কংক্রিটের ইট নির্মাণ শিল্পের প্রসার ঘটবে। উত্তরবঙ্গের দিকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আছে। অচিরেই এ অঞ্চলের সবকিছু উন্নয়নের ধারায় বদলে যাবে। রংপুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনার বিষয়ে আলোচনা করা হয়েছে। 

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রাণঘাতী করোনা মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 
 
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, হারাগাছ পৌর সাবেক মেয়র হাকিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক, জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলি, বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত