লালমনিরহাট প্রতিনিধি
দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে কৃষকের কৃষিজমি দখল করে চাতাল ও গুদাম নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জমিটি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন জোনাব আলী নামের ওই কৃষক।
জোনাব আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের বাহার উদ্দিনের ছেলে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু। তাঁর ঘনিষ্ঠ সহযোগী সিরাজুল ইসলাম ক্ষমতার প্রভাব দেখিয়ে তাঁর প্রতিবেশী কৃষক জোনাব আলীর জমি দখল করে চাতাল ও গুদামঘর নির্মাণ করেন। সেই চাতাল ও গুদাম নিজে দাঁড়িয়ে থেকে নির্মাণকাজ সম্পন্ন করে দেন লিয়াকত হোসেন বাচ্চু। প্রতিবাদ করলে দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালিয়ে হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতেন সিরাজুল ইসলাম ও তাঁর লোকজন। এর পর থেকে জমি উদ্ধারে নানান চেষ্টা করেও ব্যর্থ হন কৃষক জোনাব আলী।
আওয়ামী লীগের পতন হলে আত্মগোপনে চলে যান লিয়াকত হোসেন ও তাঁর সহযোগীরা। সেই জমি উদ্ধারে থানা-পুলিশের আশ্রয় নিলে পুনরায় সিরাজুল ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে গত ২৮ ফেব্রুয়ারি দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালান। এ সময় জোনাব আলী বাড়িতে না থাকায় ভয়ভীতি দেখিয়ে চলে যান তাঁরা।
এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে ২৮ ফেব্রুয়ারি রাতে হাতীবান্ধা থানায় সিরাজুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন জোনাব আলী। একই দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন তিনি।
ওই গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘জোনাব আলীর জমির পাশের জমি ক্রয় করে পুরো অংশ দখল করে নিয়ে চাতাল ও গুদাম করেছেন সিরাজুল গংরা। ওই সময় প্রতিবাদ করার কোনো উপায় ছিল না। সিরাজুলের চাতালের মাঝে জোনাব আলীর জমিও রয়েছে।’
কৃষক জোনাব আলী বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু দাঁড়িয়ে থেকে আমার জমির ওপর সিরাজুলের চাতাল ও গুদাম নির্মাণ করে দেন। প্রতিবাদ করলে ছাত্রলীগ-যুবলীগের ছেলেরা এসে বাড়িতে হুমকি দিয়ে যেত। তাই তখন প্রতিবাদ করতে পারিনি।’
অভিযুক্ত আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘বাচ্চু চেয়ারম্যান আমার চাতাল ও গুদাম নির্মাণকাজের উদ্বোধন করেছেন। আমি আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না এবং নেই। বরং আমার মা ভোটের সময় জামায়াতের এজেন্ট ছিলেন। আমার চাতাল ও গুদাম আমাদের ক্রয় ও পৈতৃক সম্পত্তির ওপর নির্মাণ করেছি।’
টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিরাজুল ইসলাম ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং বাচ্চু চেয়ারম্যানের খাস লোক। সরকার ক্ষমতায় থাকাকালে ওই পদ ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারও করেছিলেন বলে নানান অভিযোগ ছিল সিরাজুলের বিরুদ্ধে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, জমি-জমার বিষয়টি দেওয়ানি আইন। তাই কৃষক জোনাব আলীর অভিযোগটি প্রসিগেশন হিসেবে আদালতে পাঠানো হয়েছে এবং বাদীকে আদালতে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে কৃষকের কৃষিজমি দখল করে চাতাল ও গুদাম নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জমিটি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন জোনাব আলী নামের ওই কৃষক।
জোনাব আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের বাহার উদ্দিনের ছেলে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু। তাঁর ঘনিষ্ঠ সহযোগী সিরাজুল ইসলাম ক্ষমতার প্রভাব দেখিয়ে তাঁর প্রতিবেশী কৃষক জোনাব আলীর জমি দখল করে চাতাল ও গুদামঘর নির্মাণ করেন। সেই চাতাল ও গুদাম নিজে দাঁড়িয়ে থেকে নির্মাণকাজ সম্পন্ন করে দেন লিয়াকত হোসেন বাচ্চু। প্রতিবাদ করলে দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালিয়ে হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতেন সিরাজুল ইসলাম ও তাঁর লোকজন। এর পর থেকে জমি উদ্ধারে নানান চেষ্টা করেও ব্যর্থ হন কৃষক জোনাব আলী।
আওয়ামী লীগের পতন হলে আত্মগোপনে চলে যান লিয়াকত হোসেন ও তাঁর সহযোগীরা। সেই জমি উদ্ধারে থানা-পুলিশের আশ্রয় নিলে পুনরায় সিরাজুল ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে গত ২৮ ফেব্রুয়ারি দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালান। এ সময় জোনাব আলী বাড়িতে না থাকায় ভয়ভীতি দেখিয়ে চলে যান তাঁরা।
এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে ২৮ ফেব্রুয়ারি রাতে হাতীবান্ধা থানায় সিরাজুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন জোনাব আলী। একই দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন তিনি।
ওই গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘জোনাব আলীর জমির পাশের জমি ক্রয় করে পুরো অংশ দখল করে নিয়ে চাতাল ও গুদাম করেছেন সিরাজুল গংরা। ওই সময় প্রতিবাদ করার কোনো উপায় ছিল না। সিরাজুলের চাতালের মাঝে জোনাব আলীর জমিও রয়েছে।’
কৃষক জোনাব আলী বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু দাঁড়িয়ে থেকে আমার জমির ওপর সিরাজুলের চাতাল ও গুদাম নির্মাণ করে দেন। প্রতিবাদ করলে ছাত্রলীগ-যুবলীগের ছেলেরা এসে বাড়িতে হুমকি দিয়ে যেত। তাই তখন প্রতিবাদ করতে পারিনি।’
অভিযুক্ত আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘বাচ্চু চেয়ারম্যান আমার চাতাল ও গুদাম নির্মাণকাজের উদ্বোধন করেছেন। আমি আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না এবং নেই। বরং আমার মা ভোটের সময় জামায়াতের এজেন্ট ছিলেন। আমার চাতাল ও গুদাম আমাদের ক্রয় ও পৈতৃক সম্পত্তির ওপর নির্মাণ করেছি।’
টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিরাজুল ইসলাম ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং বাচ্চু চেয়ারম্যানের খাস লোক। সরকার ক্ষমতায় থাকাকালে ওই পদ ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারও করেছিলেন বলে নানান অভিযোগ ছিল সিরাজুলের বিরুদ্ধে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, জমি-জমার বিষয়টি দেওয়ানি আইন। তাই কৃষক জোনাব আলীর অভিযোগটি প্রসিগেশন হিসেবে আদালতে পাঠানো হয়েছে এবং বাদীকে আদালতে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
মাগুরা সদরের পারনান্দুয়ালী মুন্সিপাড়ার ব্যবসায়ী শরীফ শাহিনুর রহমান ভেজাল তেলের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছেন। জেলা পরিবেশক সমিতির একজন নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের সতর্ক করতেন এবং তাঁদের সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানাতেন। সেই তিনিই আবার ড্রামের খোলা সয়াবিন তেল
২ মিনিট আগেমানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
২১ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
৪৪ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
১ ঘণ্টা আগে