Ajker Patrika

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি 
আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলামের চাতাল ও গুদাম। ছবি: আজকের পত্রিকা
আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলামের চাতাল ও গুদাম। ছবি: আজকের পত্রিকা

দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে কৃষকের কৃষিজমি দখল করে চাতাল ও গুদাম নির্মাণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জমিটি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন জোনাব আলী নামের ওই কৃষক।

জোনাব আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের বাহার উদ্দিনের ছেলে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু। তাঁর ঘনিষ্ঠ সহযোগী সিরাজুল ইসলাম ক্ষমতার প্রভাব দেখিয়ে তাঁর প্রতিবেশী কৃষক জোনাব আলীর জমি দখল করে চাতাল ও গুদামঘর নির্মাণ করেন। সেই চাতাল ও গুদাম নিজে দাঁড়িয়ে থেকে নির্মাণকাজ সম্পন্ন করে দেন লিয়াকত হোসেন বাচ্চু। প্রতিবাদ করলে দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালিয়ে হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতেন সিরাজুল ইসলাম ও তাঁর লোকজন। এর পর থেকে জমি উদ্ধারে নানান চেষ্টা করেও ব্যর্থ হন কৃষক জোনাব আলী।

আওয়ামী লীগের পতন হলে আত্মগোপনে চলে যান লিয়াকত হোসেন ও তাঁর সহযোগীরা। সেই জমি উদ্ধারে থানা-পুলিশের আশ্রয় নিলে পুনরায় সিরাজুল ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে গত ২৮ ফেব্রুয়ারি দলবল নিয়ে জোনাব আলীর বাড়িতে হামলা চালান। এ সময় জোনাব আলী বাড়িতে না থাকায় ভয়ভীতি দেখিয়ে চলে যান তাঁরা।

এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চেয়ে ২৮ ফেব্রুয়ারি রাতে হাতীবান্ধা থানায় সিরাজুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন জোনাব আলী। একই দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন তিনি।

ওই গ্রামের শহিদুল ইসলাম বলেন, ‘জোনাব আলীর জমির পাশের জমি ক্রয় করে পুরো অংশ দখল করে নিয়ে চাতাল ও গুদাম করেছেন সিরাজুল গংরা। ওই সময় প্রতিবাদ করার কোনো উপায় ছিল না। সিরাজুলের চাতালের মাঝে জোনাব আলীর জমিও রয়েছে।’

কৃষক জোনাব আলী বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু দাঁড়িয়ে থেকে আমার জমির ওপর সিরাজুলের চাতাল ও গুদাম নির্মাণ করে দেন। প্রতিবাদ করলে ছাত্রলীগ-যুবলীগের ছেলেরা এসে বাড়িতে হুমকি দিয়ে যেত। তাই তখন প্রতিবাদ করতে পারিনি।’

অভিযুক্ত আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘বাচ্চু চেয়ারম্যান আমার চাতাল ও গুদাম নির্মাণকাজের উদ্বোধন করেছেন। আমি আওয়ামী লীগের কোনো পদে ছিলাম না এবং নেই। বরং আমার মা ভোটের সময় জামায়াতের এজেন্ট ছিলেন। আমার চাতাল ও গুদাম আমাদের ক্রয় ও পৈতৃক সম্পত্তির ওপর নির্মাণ করেছি।’

টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিরাজুল ইসলাম ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং বাচ্চু চেয়ারম্যানের খাস লোক। সরকার ক্ষমতায় থাকাকালে ওই পদ ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারও করেছিলেন বলে নানান অভিযোগ ছিল সিরাজুলের বিরুদ্ধে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, জমি-জমার বিষয়টি দেওয়ানি আইন। তাই কৃষক জোনাব আলীর অভিযোগটি প্রসিগেশন হিসেবে আদালতে পাঠানো হয়েছে এবং বাদীকে আদালতে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত