Ajker Patrika

মিঠাপুকুরে মোটরসাইকেল ছিনিয়ে নিতে যুবককে গলা কেটে হত্যা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
মিঠাপুকুরে মোটরসাইকেল ছিনিয়ে নিতে যুবককে গলা কেটে হত্যা

রংপুরের মিঠাপুকুরে মোক্তারুল ইসলাম ভোদল (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কসংলগ্ন বলদীপুকুর পল্লী বিদ্যুতের সাব-স্টেশন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে মোক্তারুল ইসলাম ভোদল গতকাল সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে জায়গীরহাট বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু দীর্ঘ সময়ে তাঁর খোঁজখবর না পেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে মিঠাপুকুর থানায় জিডি করে বাড়ি ফেরার পথে মহাসড়কের বলদীপুকুর পল্লী বিদ্যুতের সাব-স্টেশন এলাকায় মোক্তারুল ইসলাম ভোদলের লাশ পড়ে থাকতে দেখেন স্বজনেরা। কিন্তু তাঁর মোটরসাইকেলটি পাওয়া যায়নি। মোটরসাইকেল ছিনিয়ে নিতে দুষ্কৃতকারীরা তাঁকে হত্যা করেছে বলে ধারণা তাঁর স্বজনদের।

এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত