Ajker Patrika

ডিমলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে এক ভারতীয়র মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৮: ২৩
ডিমলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে এক ভারতীয়র মৃত্যু

নীলফামারীর ডিমলায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে অনিল চন্দ্র রায় (৭২) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামে জামাতা কৈলাশ চন্দ্র রায়ের বাড়িতে মারা যান তিনি। 

অনিল চন্দ্র রায় ভারতের জলপাইগুড়ি জেলার ডেঙ্গুয়ার ঝাড় এলাকার উত্তর বরুয়াপাড়া এলাকার বাসিন্দা। তার বড় মেয়ে অঞ্জলী রানী রায়ের বিয়ে হয় নীলফামারীর ডিমলার কৈলাশ চন্দ্র রায়ের সঙ্গে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুলাই পাসপোর্ট ও ভিসার মাধ্যমে ডিমলায় মেয়েজামাইয়ের বাড়িতে আসেন অনিল। বার্ধক্যজনিত কারণে জামাতার বাড়িতেই মারা যান তিনি। অনিলের পাঁচ মেয়ের মধ্যে শুধু বড় মেয়ের বিয়ে হয়েছে বাংলাদেশে।

জামাতা কৈলাশ চন্দ্র জানান, ‘বিষয়টি পুলিশ প্রশাসন ও ভারতীয় হাইকমিশনকে অবহিত করা হয়েছে। উভয় দেশের অনুমতি সাপেক্ষে আজ ভোরে বাড়ির পাশে স্থানীয় শ্মশানে মৃতের সৎকার করা হয়েছে।’

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, মৃত্যুর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছিল। পরে ভারতীয় দূতাবাসের অনুমতি পাওয়ায় মরদেহ সৎকারের জন্য মেয়েজামাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত