সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে বদলে গেল উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সেই প্রার্থী। আজ বৃহস্পতিবার রাতে আগের প্রার্থী মো. সাইফুল ইসলামের পরিবর্তে নতুন করে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রথমে তারাপুর ইউনিয়নে মো. সাইফুল ইসলামকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে দলের ভেতর আলোচনা-সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়। পিস কমিটির ছেলের হাতে নৌকা এমন অভিযোগ তুলে এক জোট হয়ে তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন দলের মনোনয়নবঞ্চিত ত্যাগী নেতারা।
এতে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ সহস্রাধিক নারী-পুরুষ ভোটার। তাঁদের দাবি ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হোক। এ ছাড়া কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগও করেন মনোনয়ন বঞ্চিত এ নেতা। পরে বৃহস্পতিবার রাতে মনোনয়ন বোর্ড সাইফুল ইসলামকে পরিবর্তন করে তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেন।
মনোনয়ন বঞ্চিত মো. সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো কাগজপত্র পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি শোনা যাচ্ছে।
নতুন করে মনোনয়ন পাওয়া মো. আব্দুস সামাদ খোকা বলেন, মো. সাইফুল ইসলাম বহিরাগত। তিনি দলের কেউ না। এ বিষয়টি জানার পর মনোনয়ন বোর্ড নতুন করে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রাব্বানী আপেল মনোনয়ন বোর্ডের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আব্দুস সামাদ খোকা দলের ত্যাগী নেতা। দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। দলের সঙ্গে মো. সাইফুল ইসলামের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি মনোনয়ন বোর্ডকে ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছিলেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে বদলে গেল উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সেই প্রার্থী। আজ বৃহস্পতিবার রাতে আগের প্রার্থী মো. সাইফুল ইসলামের পরিবর্তে নতুন করে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রথমে তারাপুর ইউনিয়নে মো. সাইফুল ইসলামকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে দলের ভেতর আলোচনা-সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়। পিস কমিটির ছেলের হাতে নৌকা এমন অভিযোগ তুলে এক জোট হয়ে তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন দলের মনোনয়নবঞ্চিত ত্যাগী নেতারা।
এতে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ সহস্রাধিক নারী-পুরুষ ভোটার। তাঁদের দাবি ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হোক। এ ছাড়া কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগও করেন মনোনয়ন বঞ্চিত এ নেতা। পরে বৃহস্পতিবার রাতে মনোনয়ন বোর্ড সাইফুল ইসলামকে পরিবর্তন করে তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেন।
মনোনয়ন বঞ্চিত মো. সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো কাগজপত্র পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি শোনা যাচ্ছে।
নতুন করে মনোনয়ন পাওয়া মো. আব্দুস সামাদ খোকা বলেন, মো. সাইফুল ইসলাম বহিরাগত। তিনি দলের কেউ না। এ বিষয়টি জানার পর মনোনয়ন বোর্ড নতুন করে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রাব্বানী আপেল মনোনয়ন বোর্ডের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আব্দুস সামাদ খোকা দলের ত্যাগী নেতা। দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। দলের সঙ্গে মো. সাইফুল ইসলামের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি মনোনয়ন বোর্ডকে ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছিলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘অধ্যাপক ইউনূসকে আমি সম্মান করতাম। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, আপনি দেখেছেন, আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সমস্ত সরকার বাংলাদেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল, আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক
৪ মিনিট আগেখাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বজ্রপাতে মো. শরীফ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাচিনসনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেখুলনায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন মারা গেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর লবণচরা থানাধীন হরিণটান গেট এবং দুপুর সোয়া ১২টার দিকে আড়ংঘাটা থানাধীন বিল পাবলা বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। লাশ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
১৭ মিনিট আগেরাকিবা বেগম নামের এক নারী জানান, ওই বৃদ্ধা বেগুনবাড়ি বস্তিতে থাকতেন এবং খাওয়ার পানির বোতল বিক্রি করতেন। সন্ধ্যার সময় বেগুনবাড়ি বউবাজারের রাস্তায় পানি বিক্রি করার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের পেছনে তাঁর কাপড় আটকে যায়। তখন তিনি ছিটকে পড়েন এবং রাস্তার
৩০ মিনিট আগে