Ajker Patrika

হাতীবান্ধায় সাংবাদিককে মারধর, গ্রেপ্তার ৩  

প্রতিনিধি, হাতীবান্ধা
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১১: ৫৩
হাতীবান্ধায় সাংবাদিককে মারধর, গ্রেপ্তার ৩  

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেলিম সম্রাট (২৫) নামের এক সাংবাদিককে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার পার্টিকেপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সাংবাদিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে আলী রেজা বাদল (৫০), তাইজুল ইসলাম মুকুট (৪৫) ও মুকুটের ছেলে মিরাজুল ইসলাম হৃদয় (২০)।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, সাংবাদিক সেলিম সম্রাটকে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত রোববার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে ওই এলাকার মৃত মজিবরের ছেলে মিজানুর রহমানের জমি নিয়ে ঝগড়া লাগে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান দৈনিক বাহান্নোর আলোর হাতীবান্ধা প্রতিনিধি সম্রাট। সেখানে যাওয়ামাত্র তাঁরা সম্রাটকে গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং মারধর করেন। পরে এ ঘটনায় রোববার মধ্যরাতে তাইজুল ইসলাম মুকুটসহ আরও দুজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দেন সাংবাদিক সেলিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত