Ajker Patrika

গাইবান্ধায় ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১০: ০৬
গাইবান্ধায় ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

গাইবান্ধায় জেলার চার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও নাকাই এবং সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ও সদস্য পদে ভোট গ্রহণ চলছে। 

আজ সোমবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

প্রার্থীদের মধ্যে চন্ডিপুর ইউনিয়নে সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫৬৪। সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

এ ছাড়া গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে ওই পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীসহ মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫৯৫। 

ওই উপজেলার নাকাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮৪০। 

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লাইনঅপর দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত মহিলা সদস্য পদে উপনির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫৪। 

এই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পুলিশ, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভোটের মাঠে টহল দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত