Ajker Patrika

ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি
আবুল হাসনাত রতন। ছবি: সংগৃহীত
আবুল হাসনাত রতন। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসনাত রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

গ্রেপ্তার রতনের বিরুদ্ধে ইউপির এক নারী সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী। এর পর থেকে তিনি গা ঢাকা দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রতন বিভিন্ন সরকারি-বেসরকারি কাজে ইউনিয়নের বাইরে গেলে ওই নারী সদস্যকে দায়িত্ব দিতেন। এতে করে তাঁর সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ২৮ মার্চ সরকারি বরাদ্দের বিষয়ে আলোচনার কথা বলে রংপুর নগরীর আদর্শপাড়ার ভাড়া বাসায় ওই নারী সদস্যকে ডেকে নেন। সেখানে আলোচনার একপর্যায়ে চেয়ারম্যান তাঁকে শারীরিক মেলামেশার প্রস্তাব দেন। কিন্তু ওই ইউপি সদস্য এতে রাজি না হলে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।

এ ঘটনায় ৩ মে রতনের বিরুদ্ধে রংপুর মহানগর কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী। এরপর আত্মগোপনে চলে যান চেয়ারম্যান। এতে ভোগান্তিতে পড়েন সেবাপ্রার্থীরা। এ নিয়ে সোমবার আজকের পত্রিকা ‘ধর্ষণ মামলায় পলাতক চেয়ারম্যান, ভোগান্তি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

জানতে চাইলে রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, নারী ইউপি সদস্যকে ধর্ষণ মামলার পর থেকে পলাতক ছিলেন মিঠাপুকুরের বালারহাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত রতন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍্যাবের সহযোগিতায় তাঁকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করে রংপুরে নিয়ে আসা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

ট্রেন থেকে ফেলে দেওয়া সেই মতিউর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত