Ajker Patrika

ধানখেতে পাতা জালে ধরা পড়ল বিষধর ওয়াল’স ক্রেট

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় ধানখেতে পাতা জালে একটি বিরল ও বিষধর ওয়াল’স ক্রেট সাপ ধরা পড়ে। ছবি: আজকের পত্রিকা
রংপুরের পীরগাছায় ধানখেতে পাতা জালে একটি বিরল ও বিষধর ওয়াল’স ক্রেট সাপ ধরা পড়ে। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগাছায় ধানখেতে পাতা জালে একটি বিরল ও বিষধর ওয়াল’স ক্রেট সাপ ধরা পড়েছে। আজ শনিবার (২৪ মে) সকালে উপজেলার ওকড়াবাড়ি এলাকার এক কৃষকের জমিতে সাপটি পাওয়া যায়। স্থানীয়ভাবে সাপটি মাছুয়া আলাত নামে পরিচিত।

জানা গেছে, জমিতে কাজ করার সময় এক কৃষক সাপটিকে জালে আটকে থাকা অবস্থায় দেখতে পান। প্রথমে অনেকে এটিকে নির্বিষ দাঁড়াশ সাপ ভেবে ধরার চেষ্টা করেন। তবে স্থানীয় মো. কালাম হোসেনের সন্দেহ হলে তিনি দ্রুত ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সংগঠনটির পাবলিকেশন সেক্রেটারি মাহমুদুল হাসান সোহেল ও পীরগাছা উপজেলা প্রতিনিধি হাবিবুল বাশার। তাঁরা সাপটিকে সতর্কতার সঙ্গে জাল থেকে মুক্ত করেন। দীর্ঘ সময় আটকে থাকার কারণে সাপটির শরীরে আঘাতের কিছু চিহ্ন দেখা গেছে। রেসকিউ টিম জানায়, প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

বিশেষজ্ঞদের মতে, ওয়াল’স ক্রেট একটি প্রাণঘাতী নিউরোটক্সিক বিষধর সাপ। এর বিষ স্নায়ুতন্ত্রে আঘাত হেনে দ্রুত মৃত্যুর কারণ হতে পারে। দেখতে দাঁড়াশের মতো হওয়ায় এটি সহজেই বিভ্রান্তি তৈরি করে। দাঁড়াশ মনে করে অনেকেই সাপটিকে ধরতে গিয়ে মৃত্যুবরণ করেন। ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর তথ্যমতে, এখন পর্যন্ত এই সাপের কারণে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে, তার বেশির ভাগই ওয়াল’স ক্রেটকে নির্বিষ দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে দাঁড়াশের কামড়ে মৃত্যু হয়েছে বলে মনে করা হলেও, পরে ছবির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সেগুলো ছিল ওয়াল’স ক্রেট। মাহমুদুল হাসান সোহেল বলেন, সাপ দেখলেই আতঙ্কিত হওয়া ঠিক নয়। ভুলভাবে সাপ শনাক্ত করলে বিপদ ঘটতে পারে। সাপ মারার পরিবর্তে অভিজ্ঞ রেসকিউ দলের সাহায্য নেওয়াই সবচেয়ে নিরাপদ পন্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত