পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় ধানখেতে পাতা জালে একটি বিরল ও বিষধর ওয়াল’স ক্রেট সাপ ধরা পড়েছে। আজ শনিবার (২৪ মে) সকালে উপজেলার ওকড়াবাড়ি এলাকার এক কৃষকের জমিতে সাপটি পাওয়া যায়। স্থানীয়ভাবে সাপটি মাছুয়া আলাত নামে পরিচিত।
জানা গেছে, জমিতে কাজ করার সময় এক কৃষক সাপটিকে জালে আটকে থাকা অবস্থায় দেখতে পান। প্রথমে অনেকে এটিকে নির্বিষ দাঁড়াশ সাপ ভেবে ধরার চেষ্টা করেন। তবে স্থানীয় মো. কালাম হোসেনের সন্দেহ হলে তিনি দ্রুত ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সংগঠনটির পাবলিকেশন সেক্রেটারি মাহমুদুল হাসান সোহেল ও পীরগাছা উপজেলা প্রতিনিধি হাবিবুল বাশার। তাঁরা সাপটিকে সতর্কতার সঙ্গে জাল থেকে মুক্ত করেন। দীর্ঘ সময় আটকে থাকার কারণে সাপটির শরীরে আঘাতের কিছু চিহ্ন দেখা গেছে। রেসকিউ টিম জানায়, প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
বিশেষজ্ঞদের মতে, ওয়াল’স ক্রেট একটি প্রাণঘাতী নিউরোটক্সিক বিষধর সাপ। এর বিষ স্নায়ুতন্ত্রে আঘাত হেনে দ্রুত মৃত্যুর কারণ হতে পারে। দেখতে দাঁড়াশের মতো হওয়ায় এটি সহজেই বিভ্রান্তি তৈরি করে। দাঁড়াশ মনে করে অনেকেই সাপটিকে ধরতে গিয়ে মৃত্যুবরণ করেন। ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর তথ্যমতে, এখন পর্যন্ত এই সাপের কারণে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে, তার বেশির ভাগই ওয়াল’স ক্রেটকে নির্বিষ দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে দাঁড়াশের কামড়ে মৃত্যু হয়েছে বলে মনে করা হলেও, পরে ছবির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সেগুলো ছিল ওয়াল’স ক্রেট। মাহমুদুল হাসান সোহেল বলেন, সাপ দেখলেই আতঙ্কিত হওয়া ঠিক নয়। ভুলভাবে সাপ শনাক্ত করলে বিপদ ঘটতে পারে। সাপ মারার পরিবর্তে অভিজ্ঞ রেসকিউ দলের সাহায্য নেওয়াই সবচেয়ে নিরাপদ পন্থা।
রংপুরের পীরগাছায় ধানখেতে পাতা জালে একটি বিরল ও বিষধর ওয়াল’স ক্রেট সাপ ধরা পড়েছে। আজ শনিবার (২৪ মে) সকালে উপজেলার ওকড়াবাড়ি এলাকার এক কৃষকের জমিতে সাপটি পাওয়া যায়। স্থানীয়ভাবে সাপটি মাছুয়া আলাত নামে পরিচিত।
জানা গেছে, জমিতে কাজ করার সময় এক কৃষক সাপটিকে জালে আটকে থাকা অবস্থায় দেখতে পান। প্রথমে অনেকে এটিকে নির্বিষ দাঁড়াশ সাপ ভেবে ধরার চেষ্টা করেন। তবে স্থানীয় মো. কালাম হোসেনের সন্দেহ হলে তিনি দ্রুত ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সংগঠনটির পাবলিকেশন সেক্রেটারি মাহমুদুল হাসান সোহেল ও পীরগাছা উপজেলা প্রতিনিধি হাবিবুল বাশার। তাঁরা সাপটিকে সতর্কতার সঙ্গে জাল থেকে মুক্ত করেন। দীর্ঘ সময় আটকে থাকার কারণে সাপটির শরীরে আঘাতের কিছু চিহ্ন দেখা গেছে। রেসকিউ টিম জানায়, প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
বিশেষজ্ঞদের মতে, ওয়াল’স ক্রেট একটি প্রাণঘাতী নিউরোটক্সিক বিষধর সাপ। এর বিষ স্নায়ুতন্ত্রে আঘাত হেনে দ্রুত মৃত্যুর কারণ হতে পারে। দেখতে দাঁড়াশের মতো হওয়ায় এটি সহজেই বিভ্রান্তি তৈরি করে। দাঁড়াশ মনে করে অনেকেই সাপটিকে ধরতে গিয়ে মৃত্যুবরণ করেন। ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর তথ্যমতে, এখন পর্যন্ত এই সাপের কারণে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে, তার বেশির ভাগই ওয়াল’স ক্রেটকে নির্বিষ দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে দাঁড়াশের কামড়ে মৃত্যু হয়েছে বলে মনে করা হলেও, পরে ছবির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সেগুলো ছিল ওয়াল’স ক্রেট। মাহমুদুল হাসান সোহেল বলেন, সাপ দেখলেই আতঙ্কিত হওয়া ঠিক নয়। ভুলভাবে সাপ শনাক্ত করলে বিপদ ঘটতে পারে। সাপ মারার পরিবর্তে অভিজ্ঞ রেসকিউ দলের সাহায্য নেওয়াই সবচেয়ে নিরাপদ পন্থা।
রাজধানীর ওয়ারীর হাটখোলা রোডে এক কিশোরকে মারছিল ছয়-সাতজন মিলে। মাথায় হেলমেট দিয়ে একের পর এক আঘাত করে। ইট দিয়ে মাথায় আঘাতেরও চেষ্টা করা হয়। এই অবস্থা দেখে এগিয়ে আসেন স্থানীয়রা। ছুটে আসেন একজন ট্রাফিক সার্জেন্টও।
৪ ঘণ্টা আগেপারিবারিক বিরোধে দ্রুত ও সহজ বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশের পারিবারিক আদালতে বর্তমানে ৭৪ হাজারের বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে পাঁচ বছরের বেশি সময় ধরে নিষ্পত্তিহীন অবস্থায় রয়েছে পাঁচ হাজারের বেশি মামলা। এই দীর্ঘসূত্রতা হাজারো পরিবারকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে...
৫ ঘণ্টা আগেটঙ্গী-ঘোড়াশাল-সিলেট আঞ্চলিক মহাসড়কের গাজীপুরের কালীগঞ্জ বাইপাস মোড় যেন মৃত্যুফাঁদ। গোলচত্বর ও ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে এই মোড়ে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা; ঝরছে প্রাণ। সরু রাস্তা, যানবাহনের ব্যাপক চাপ ও বেপরোয়া গতি—সব মিলিয়ে আতঙ্কের আরেক নাম এই বাইপাস মোড়।
৫ ঘণ্টা আগে‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ এই প্রতিপাদ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা ও ড্রোন শো। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় এই আয়োজনে জাতীয় সংগীত পরিবেশন, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণা ও সংগীতানুষ্ঠান ছাড়াও ছিল ব্যতিক্রমী ড্রোন প্রদর্শনী।
৫ ঘণ্টা আগে