Ajker Patrika

বেরোবিতে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২০
বেরোবিতে ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্রুত ভিসি নিয়োগের দাবিতে রংপুরের মডার্ন মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। 

আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ পর্যন্ত আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে লালমনিরহাট-কুড়িগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বেরোবির শিক্ষার্থী আশরাফুল আলম বলেন, কয়েক দফায় আন্দোলন করা হলেও এখন পর্যন্ত তাঁদের বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করা হয়নি। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ করা হয়ে গেছে। আমরা চাই দ্রুত ভিসি নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ ফেরানো হোক। 

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ ৪০ জন কর্মকর্তা-কর্মচারী পদত্যাগ করেন। ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয় খুললেও এখন পর্যন্ত ভিসি নিয়োগ করা হয়নি। এতে করে শিক্ষার্থীরা সেশনজটসহ নানান সংখ্যায় রয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয় ভিসি না থাকায় বেতন বন্ধ রয়েছে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত