Ajker Patrika

ফুলবাড়ীতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। 

নিহত সামিউল ইসলামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। 

নিহতের ছোট ভাই রিপন ইসলামের জানান, গত মঙ্গলবার সকালে ফুলবাড়ীর উপজেলার আছিয়ার বাজার এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক সামিউল, অটোরিকশার যাত্রী জুলহাস, আবেদ আলী, শাহজাহান আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেল ৩টার দিকে জুলহাসের মৃত্যু হয়। সামিউল ইসলামের অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত