গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুখদেব কুমার সরকার (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে পৌরশহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকার বিথী দই কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার কর্মচারী মনির হোসেন ও সুমন নামে দুজনকে থানায় নিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। নিহত সুখদেব বগুড়ার শিবগঞ্জ থানার দেউলিয়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বীরেন চন্দ্র সরকারের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সুখদেব প্রায় ১০ বছর ধরে গোবিন্দগঞ্জ পৌরশহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকায় বিথী দই ভান্ডার কারখানায় কারিগর হিসেবে কাজ করেন। প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে কারখানায় কাজ করছিলেন। এ সময় রাত পৌঁনে ৪টার দিকে কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে। তাঁর ডাক-চিৎকারে কারখানার অন্যরুমে থাকা দুই ব্যক্তি মুমুর্ষ অবস্থায় সুখদেবকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে বর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নমিতা রানী বলেন, সংসারে একমাত্র উপার্জনকারী স্বামীকে হত্যা করা হয়েছে। বড় মেয়ের বয়স ৪ বছর এবং কোলে ২ মাসের কন্যা সন্তান নিয়ে দুঃচিন্তায় পড়ে গেলাম। সন্তানদের জন্য সারা দিনরাত পরিশ্রম করে মাসে ২ থেকে ৩ বার বাড়িতে আসতেন। এখন এই শিশু সন্তান নিয়ে কিভাবে দিন কাটাব আমি। স্বামী হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচার চাই।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। কারখানার দুই শ্রমিককে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। সেইসঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুখদেব কুমার সরকার (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে পৌরশহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকার বিথী দই কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার কর্মচারী মনির হোসেন ও সুমন নামে দুজনকে থানায় নিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। নিহত সুখদেব বগুড়ার শিবগঞ্জ থানার দেউলিয়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বীরেন চন্দ্র সরকারের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সুখদেব প্রায় ১০ বছর ধরে গোবিন্দগঞ্জ পৌরশহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকায় বিথী দই ভান্ডার কারখানায় কারিগর হিসেবে কাজ করেন। প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে কারখানায় কাজ করছিলেন। এ সময় রাত পৌঁনে ৪টার দিকে কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে। তাঁর ডাক-চিৎকারে কারখানার অন্যরুমে থাকা দুই ব্যক্তি মুমুর্ষ অবস্থায় সুখদেবকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে বর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নমিতা রানী বলেন, সংসারে একমাত্র উপার্জনকারী স্বামীকে হত্যা করা হয়েছে। বড় মেয়ের বয়স ৪ বছর এবং কোলে ২ মাসের কন্যা সন্তান নিয়ে দুঃচিন্তায় পড়ে গেলাম। সন্তানদের জন্য সারা দিনরাত পরিশ্রম করে মাসে ২ থেকে ৩ বার বাড়িতে আসতেন। এখন এই শিশু সন্তান নিয়ে কিভাবে দিন কাটাব আমি। স্বামী হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচার চাই।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। কারখানার দুই শ্রমিককে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। সেইসঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
মোহন মিয়া (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
১ ঘণ্টা আগেমো. মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বেতন-ভাতাদি পেলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্রসংক্রান্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে