গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুখদেব কুমার সরকার (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে পৌরশহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকার বিথী দই কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার কর্মচারী মনির হোসেন ও সুমন নামে দুজনকে থানায় নিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। নিহত সুখদেব বগুড়ার শিবগঞ্জ থানার দেউলিয়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বীরেন চন্দ্র সরকারের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সুখদেব প্রায় ১০ বছর ধরে গোবিন্দগঞ্জ পৌরশহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকায় বিথী দই ভান্ডার কারখানায় কারিগর হিসেবে কাজ করেন। প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে কারখানায় কাজ করছিলেন। এ সময় রাত পৌঁনে ৪টার দিকে কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে। তাঁর ডাক-চিৎকারে কারখানার অন্যরুমে থাকা দুই ব্যক্তি মুমুর্ষ অবস্থায় সুখদেবকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে বর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নমিতা রানী বলেন, সংসারে একমাত্র উপার্জনকারী স্বামীকে হত্যা করা হয়েছে। বড় মেয়ের বয়স ৪ বছর এবং কোলে ২ মাসের কন্যা সন্তান নিয়ে দুঃচিন্তায় পড়ে গেলাম। সন্তানদের জন্য সারা দিনরাত পরিশ্রম করে মাসে ২ থেকে ৩ বার বাড়িতে আসতেন। এখন এই শিশু সন্তান নিয়ে কিভাবে দিন কাটাব আমি। স্বামী হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচার চাই।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। কারখানার দুই শ্রমিককে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। সেইসঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুখদেব কুমার সরকার (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে পৌরশহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকার বিথী দই কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার কর্মচারী মনির হোসেন ও সুমন নামে দুজনকে থানায় নিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। নিহত সুখদেব বগুড়ার শিবগঞ্জ থানার দেউলিয়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বীরেন চন্দ্র সরকারের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সুখদেব প্রায় ১০ বছর ধরে গোবিন্দগঞ্জ পৌরশহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকায় বিথী দই ভান্ডার কারখানায় কারিগর হিসেবে কাজ করেন। প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে কারখানায় কাজ করছিলেন। এ সময় রাত পৌঁনে ৪টার দিকে কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে। তাঁর ডাক-চিৎকারে কারখানার অন্যরুমে থাকা দুই ব্যক্তি মুমুর্ষ অবস্থায় সুখদেবকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে বর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নমিতা রানী বলেন, সংসারে একমাত্র উপার্জনকারী স্বামীকে হত্যা করা হয়েছে। বড় মেয়ের বয়স ৪ বছর এবং কোলে ২ মাসের কন্যা সন্তান নিয়ে দুঃচিন্তায় পড়ে গেলাম। সন্তানদের জন্য সারা দিনরাত পরিশ্রম করে মাসে ২ থেকে ৩ বার বাড়িতে আসতেন। এখন এই শিশু সন্তান নিয়ে কিভাবে দিন কাটাব আমি। স্বামী হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচার চাই।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। কারখানার দুই শ্রমিককে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। সেইসঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটে উপজেলার জাফরপুর রেলস্টেশনসংলগ্ন হলহেলিয়া রেলসেতুর পূর্ব পাশের মোড়ে ইঞ্জিন বিকল হয়ে ওই ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে ট্রেনে থাকা যাত্রীরা। আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯ মিনিট আগেরিমান্ড আবেদনে মোখলেসুর রহমান বলেন, জানে আলম অপুর নেতৃত্বেই শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি হয়। ঘটনার সময় পাঁচজন গ্রেপ্তার হলেও অপু সেখান থেকে পালিয়ে যান। তাঁর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দেশের বিরাজমান পরিস্থিতিতে গুলশানের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। অপু ও তাঁর সহযোগীরা এতটাই
৪৩ মিনিট আগেমাদারীপুরে কুমার নদে বালু উত্তোলনকারীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এবং ত্রিশালে পৃথক দুটি ধর্ষণ মামলার দুজন আসামিকে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শনিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
১ ঘণ্টা আগে