Ajker Patrika

ডিমলায় ধ্বংসস্তূপের বর্জ্য পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
ডিমলায় ধ্বংসস্তূপের বর্জ্য পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে নীলফামারীর ডিমলায় বিজয় মিছিল নিয়ে রাস্তায় নামে জনগণ। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে উপজেলা সদরের অনেক স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সেই ধ্বংসস্তূপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় শিক্ষার্থীরা হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন। 

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে নেমেছি। যদি আবারও কেউ ভাঙচুর বা ধ্বংসযজ্ঞের চেষ্টা করে তাহলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।’ 

ধ্বংসস্তূপ পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকাএদিকে শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান জানান। কেউ যেন অতি উৎসাহী হয়ে ভাঙচুর, হামলা, লুটপাট, চাঁদাবাজি না করে সেদিকে সবাইকে সতর্ক থাকার জন্যও অনুরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত