Ajker Patrika

ঠাকুরগাঁও-১: ভোটের ৯ দিন আগে প্রার্থিতা ফিরে পেলেন তাহমিনা

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭: ৩৮
ঠাকুরগাঁও-১: ভোটের ৯ দিন আগে প্রার্থিতা ফিরে পেলেন তাহমিনা

ভোটের ৯ দিন আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা ফিরে পেলেন ঠাকুরগাঁও যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাহমিনা আখতার মোল্লা। নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর ২৩ দিনের আইনি লড়াই শেষে, ভোটের মাত্র ৯ দিন আগে প্রার্থিতা বৈধ হলো তাঁর। 

আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম শুনানি শেষে প্রার্থিতা বৈধতার আদেশ দেন। ফলে ঠাকুরগাঁও-১ আসনে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেকে তাহমিনা আখতারের অংশ নিতে কোনো বাধা রইল না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মনসুর হাবিব। 

তিনি বলেন, আদালত এক সংক্ষিপ্ত আদেশে তাহমিনা আখতারকে তাঁর যাবতীয় নির্বাচনের কাজ সম্পন্ন করতে বলেছেন। 

এ বিষয়ে তাহমিনা আখতার মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘১ শতাংশ ভোটারের স্বাক্ষরের হেরফেরে আমার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে প্রার্থিতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করি সেখানেও রিটার্নিং কর্মকর্তা আদেশ বহাল রাখে।’ 

তিনি আরও বলেন, ‘প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করি। হাইকোর্টও দুবার আবেদন খারিজ করে দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার পর আজ চেম্বার আদালতে শুনানি হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত