Ajker Patrika

মৃত স্ত্রীর ওড়না দিয়ে ফাঁস নেওয়া যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
মৃত স্ত্রীর ওড়না দিয়ে ফাঁস নেওয়া যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে মানিক মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নিজ শোয়ার ঘর থেকে উদ্ধার করা মানিকের মরদেহটি তাঁর মৃত প্রথম স্ত্রীর ওড়নায় জড়ানো ছিল। 

মৃত মানিক মিয়া উপজেলার ২ নম্বর বিনোদ নগর ইউনিয়নের নন্দনপুর গ্রামের মৃত জোবেদা খাতুনের ছেলে। শুক্রবার সকাল ৯টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়রা জানান, মানিক মিয়ার গলায় প্যাঁচানো ওড়নাটি ছিল তাঁর প্রথম স্ত্রীর। দুই বছর আগে সন্তান জন্ম দেওয়ার তিন দিন পর তাঁর প্রথম স্ত্রী মারা যান। দুই মাস আগে মানিক দ্বিতীয় বিয়ে করেন তিনি। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. খলিলুর রহমান দুলাল বলেন, ‘দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মানিক মিয়ার মনোমালিন্য চলছিল। এ কারণেও তিনি আত্মহত্যা করতে পারেন।’ 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত