Ajker Patrika

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

রংপুর প্রতিনিধি
রংপুরে দলের অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা
রংপুরে দলের অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক এবং জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকে এই গণ-অভ্যুত্থান হয়েছে।’

আজ শুক্রবার দুপুরে রংপুর নগরীর সিটি বাজারে গণঅধিকার পরিষদের জেলা ও মহানগর অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নুরুল হক নুর এ কথা বলেন।

এ সময় ভিপি নুর বলেন, জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে। সংস্কার কমিশনগুলো প্রস্তাব দিয়েছে। সেসব প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার রাষ্ট্র সংস্কারে একটি পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবে।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নুরুল হক নুর বলেন, ‘যারা এতগুলো মানুষকে হত্যা করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, স্বাধীন সার্বভৌম একটি দেশকে ভারতের তাঁবেদার বানিয়েছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। এ দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত