Ajker Patrika

ওজনে কম দেওয়ায় তিন ফিলিং স্টেশনকে জরিমানা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুরে পরিমাপে কম দেওয়ার অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে ডিজেল ও পেট্রল পরিমাপে কম দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় তিন ফিলিং স্টেশনকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে ওজনে কম দিয়ে  গ্রাহকদের ঠকানো হচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় গড়ের মাথার হাসনা ফিলিং স্টেশনকে ২০ হাজার, মোসলেম বাজার এলাকার রওশন ফিলিং স্টেশনকে ৫০ হাজার ও শুকুরেরহাট মন্ডল ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও বিকাশ চন্দ্র বর্মন। তিনি বলেন, দ্বিতীয়বার যাতে কেউ ওজনে কম না দেয় ফিলিং স্টেশন ছাড়াও একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত