কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় মাদকসহ এক কারবারিকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় থানা থেকে প্রত্যাহার করে তাঁদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার রাতে উপজেলার হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আটকের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ওই মাদক কারবারিকে ছেড়ে দেওয়া হয়। পরদিন আজ সোমবার (২৬ মে) অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন হারাগাছ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. হাবিবুর রহমান।
থানা পুলিশের সূত্র জানায়, গতকাল রোববার সন্ধ্যার দিকে থানার ওসি ও ডিউটি অফিসারকে না জানিয়ে হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম দুজন মোটরসাইকেলে করে ব্যারাক থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা দুজন হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আবুল কালাম নামের এক মাদক কারবারিকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করেন। পরে সাড়ে ১৩ হাজার টাকা নিয়ে ওই মাদক কারবারিকে ছেড়ে দেন এএসআই রনি ও কনস্টেবল তরিকুল। বিষয়টি থানার ওসি জানতে পেরে রাতেই বিষয়টি রংপুর মেট্রোপলিটন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন ডিসি ক্রাইম আহমেদ মারুফ রাতেই হারাগাছ থানায় এসে ঘটনার সত্যতা পাওয়ার পর এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে অভিযুক্ত এএসআই রনি মিয়া বলেন, ‘মাদক কারবারিকে ছেড়ে দেওয়া হয় নাই। পুলিশ দেখে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে ওসি স্যারকে অবগত করা হয়নি। থানায় ফিরে গিয়ে বিষয়টি ওসি স্যারকে অবগত করব। কিন্তু তার আগেই ওসি স্যার জানতে পেরেছেন।’
আজ বেলা ২টার দিকে রংপুর মেট্টোপলিটন উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হাবিবুর রহমান বলেন, ‘সাত কিংবা নয় বোতল ফেনসিডিল ও সাড়ে ১৩ হাজার টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় আজ সকালে হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। তাদের দুজনকে সাসপেন্ড করাসহ বিভাগীয় ব্যবস্থার প্রস্তুতি চলছে।’
রংপুরের কাউনিয়ায় মাদকসহ এক কারবারিকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে হারাগাছ থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় থানা থেকে প্রত্যাহার করে তাঁদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার রাতে উপজেলার হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আটকের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ওই মাদক কারবারিকে ছেড়ে দেওয়া হয়। পরদিন আজ সোমবার (২৬ মে) অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন হারাগাছ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. হাবিবুর রহমান।
থানা পুলিশের সূত্র জানায়, গতকাল রোববার সন্ধ্যার দিকে থানার ওসি ও ডিউটি অফিসারকে না জানিয়ে হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলাম দুজন মোটরসাইকেলে করে ব্যারাক থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা দুজন হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় আবুল কালাম নামের এক মাদক কারবারিকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক করেন। পরে সাড়ে ১৩ হাজার টাকা নিয়ে ওই মাদক কারবারিকে ছেড়ে দেন এএসআই রনি ও কনস্টেবল তরিকুল। বিষয়টি থানার ওসি জানতে পেরে রাতেই বিষয়টি রংপুর মেট্রোপলিটন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন ডিসি ক্রাইম আহমেদ মারুফ রাতেই হারাগাছ থানায় এসে ঘটনার সত্যতা পাওয়ার পর এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে অভিযুক্ত এএসআই রনি মিয়া বলেন, ‘মাদক কারবারিকে ছেড়ে দেওয়া হয় নাই। পুলিশ দেখে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে ওসি স্যারকে অবগত করা হয়নি। থানায় ফিরে গিয়ে বিষয়টি ওসি স্যারকে অবগত করব। কিন্তু তার আগেই ওসি স্যার জানতে পেরেছেন।’
আজ বেলা ২টার দিকে রংপুর মেট্টোপলিটন উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হাবিবুর রহমান বলেন, ‘সাত কিংবা নয় বোতল ফেনসিডিল ও সাড়ে ১৩ হাজার টাকা নিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় আজ সকালে হারাগাছ থানার এএসআই রনি মিয়া ও কনস্টেবল তরিকুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। তাদের দুজনকে সাসপেন্ড করাসহ বিভাগীয় ব্যবস্থার প্রস্তুতি চলছে।’
রাজধানী ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাইলস্টান স্কুলের ওই ঘটনায় মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭)। তবে রজনী খাতুনের মেয়ে ঝুমঝুম খাতুন...
৬ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে জামা কিনে না দেওয়ায় অভিমান করে খাদিজা খাতুন নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা খাদেম আলী মন্ডল পেশায় কৃষক।
২৩ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের অনেকের লাশ খালি চোখে শনাক্ত করা যাচ্ছে না। তাই পুলিশ সেসব লাশ শনাক্তে ডিএনএ প্রোফাইল করার সিদ্ধান্ত নিয়েছে।
৩৬ মিনিট আগেবন্ধুদের সঙ্গে হাসিমুখে শ্রেণিকক্ষ ত্যাগ করার একটু পরই বিকট শব্দ শুনতে পান ফারহান হাসান। দেখতে পান, একটি বিমান তাদের স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছেন। বিবিসিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্র বলেন, ‘আমার চোখের সামনে জ্বলন্ত বিমানটি এসে পড়ল।’
৪৪ মিনিট আগে