Ajker Patrika

নীলফামারীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২৪, ২২: ২১
নীলফামারীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

নীলফামারীর সৈয়দপুরে এক শিশুকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববার উপজেলার ঢেলাপীর উত্তরা আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আকতার হোসেন (৬৮) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার ব্যক্তি ওই আবাসন এলাকার নিরাপত্তা প্রহরী। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ভিকটিম শহরের ঢেলাপীর উত্তরা আবাসন এলাকার বাসিন্দা। ঘটনার দিন (রোববার) শিশুটি সকাল আনুমানিক ৮টার সময় নাশতার জন্য বাজার থেকে পরোটা নিয়ে ফিরছিল। এ সময় নিরাপত্তা প্রহরী আকতার হোসেন শিশুটিকে ঘরের ভেতরে ডাকে। কিন্তু শিশুটি ঘরের ভেতরে যেতে না চাইলে আকতার জোরপূর্বক তাকে ভেতরে নিয়ে যায়। 

এ সময় ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণচেষ্টা চালায়। এতে শিশুটি চিৎকার করলে আকতার হোসেন তার মুখ চেপে ধরে এবং সে এ ঘটনাটি কাউকে না বলার জন্য বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় শিশুটি আকতার হোসেনকে ধাক্কা দিয়ে ঘরের দরজা খুলে দৌড়ে কোয়ার্টারে এসে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও অভিযুক্ত আকতার হোসেনকে থানায় নিয়ে আসে। 

ওসি মো. শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার বিষয়ে ভুক্তভোগীর ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত