Ajker Patrika

ইঞ্জিন পাল্টাতে গিয়ে বগিতে ধাক্কা, আহত বেশ কয়েকজন যাত্রী 

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৬: ৫৯
ইঞ্জিন পাল্টাতে গিয়ে বগিতে ধাক্কা, আহত বেশ কয়েকজন যাত্রী 

লালমনিরহাট রেলওয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে ইঞ্জিনের ধাক্কায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন বয়স্ক নারী যাত্রী গুরুতর আহত হওয়ায় তাঁদের রংপুরে রেফার করা হয়েছে। আজ শনিবার দুপুরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় লালমনিরহাট স্টেশন মাস্টার মাস্টার নুরুন্নবী ইসলাম লোকো শেড বিভাগে ট্রেন চালক গৌর গবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গৌর গোবিন্দ লোকো শেড থেকে ইঞ্জিন নিয়ে এসে যাত্রীবাহী বগিতে সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। 

যাত্রীরা জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর কমিউটার ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ায়। এ সময় ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করতে পূর্বের ইঞ্জিন নিয়ে লোকো শেডে চলে যান চালক। পরে লোকো শেড থেকে অপর ইঞ্জিন নিয়ে বগিতে সংযোগ দেওয়ার সময় সজোরে ধাক্কা দিলে কমিউটার ট্রেনটির প্রায় অর্ধশত যাত্রী বগিতেই ছিটকে পড়ে আহত হন। 

স্থানীয়দের সহায়তায় রেলওয়ের কর্মীরা আহতদের উদ্ধার করে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেন কর্তব্যরত চিকিৎসকেরা। পরে আহতদের পুনরায় ওই ট্রেনেই গন্তব্যে পৌঁছে দেন। তবে দুজন বয়স্ক নারী যাত্রী মাথা ও হাতে গুরুতর আঘাত পাওয়ায় তাদেরকে রংপুরে পাঠানো হয়েছে। 

আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকাওই ট্রেনের যাত্রী আজমল হক বলেন, ‘আমরা সিটে বসেই ছিলাম। ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করা হচ্ছিল। ইঞ্জিন যখন সংযোগ দেওয়া হয় তখন এমন জোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের যাত্রীদের অনেকেই হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গিয়ে আহত হয়েছেন। তবে বড় ধরনের আঘাত পাওয়ার সংখ্যা খুবই কম। আহতদের সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার একই ট্রেনে উঠেছেন। এ জন্য ট্রেনও কিছুটা বিলম্বে ছেড়েছে।’ 

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরুন্নবী ইসলাম বলেন, লোকো শেড থেকে ইঞ্জিন নিয়ে বগিতে সংযোগ দিতে জোরে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রায় ৪০–৫০ জন যাত্রী সামান্য আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় লোকো বিভাগে চালক গৌর গোবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি ট্রেন নিয়ে ফিরলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে লোকো বিভাগ। 

আহত যাত্রীরা। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে জানতে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার আব্দুস সালামকে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত