Ajker Patrika

পীরগাছায় হামলা-লুটপাট ও বাড়িতে আগুন: বিএনপির ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 
পীরগাছায় আগুনে পুড়িয়ে দেওয়া বাড়ি। ছবি: সংগৃহীত
পীরগাছায় আগুনে পুড়িয়ে দেওয়া বাড়ি। ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছায় হামলা-লুটপাট ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে বিএনপির ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্থানীয় কৃষক মোসলিম উদ্দিন ৩ এপ্রিল মামলাটি করলেও আজ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন উপজেলার পারুল ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রাজ্জাক, পারুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি শফিউদ্দিন শফি, উপজেলা শ্রমিক দলের সেক্রেটারি এনামুল, মো. আজিজুর রহমান, মো. আবু বকর খান, মো. মামুন, মো. আলম, মো. বিপ্লব, মো. আফজাল হোসেন, মো. আমিনুল, মো. তাইজুল ইসলাম, মো. আফজাল হোসেন, মো. আজাদ মিয়াসহ অজ্ঞাতনামা ২০-৩০ জন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোসলিম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আজিজুর রহমান ও আলম খানদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে। গত ২৯ মার্চ মধ্যরাতে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রাজ্জাকের নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতা-কর্মীদের নিয়ে মোসলিম উদ্দিনের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট চালানোসহ আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভান। এ সময় মোসলিম উদ্দিনদের খড়ের গাদায় আগুন দেওয়া হয়। এ ঘটনায় মোসলিম উদ্দিনের ভাতিজা আশিকুর রহমান গুরুতর আহত হন।

মোসলিম উদ্দিন দাবি করেছেন, ৩ লাখ টাকার বিনিময়ে তাঁর ভোগদখলে থাকা জমি বিএনপির নেতা-কর্মীরা বিরোধী পক্ষের হাতে তুলে দিতে এ ঘটনা ঘটিয়েছে। তবে টাকা লেনদেনের বিষয়টি লোকমুখে শুনেছেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, মামলা করার পর থেকে বিএনপির লোকজন মামলা তুলে নিতে তাঁকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান।

তবে বিএনপি নেতা রেজাউল ইসলাম রাজ্জাক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার রাতে আমি সাতদরগা থেকে বাড়ি এসে জামা-কাপড় পরিবর্তন করছিলাম। তখন পুলিশ এসে আমাকে গাড়িতে করে ঘটনাস্থলে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অথচ আমাকে মামলার আসামি করা হয়েছে। আমি মনে করি, আমার রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’

পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, ‘ঘটনা জানার পর আমি খোঁজ নিয়েছি। ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল এ ঘটনায় জড়িত ছিল না। অন্য কোনো দলীয় নেতা-কর্মী জড়িত ছিল কি না, তা আমি জানি না। তবে যে-ই এই ঘটনায় জড়িত থাকুক, পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দিক, তাতে আমাদের কোনো আপত্তি নেই।’

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত