Ajker Patrika

চিলমারীতে বাঘাইড় মাছ বিক্রেতাকে জরিমানা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২১: ২০
চিলমারীতে বাঘাইড় মাছ বিক্রেতাকে জরিমানা

কুড়িগ্রামের চিলমারীতে বাঘাইড় মাছ বিক্রির চেষ্টা করায় মো. সাজু মিয়া (৩২) নামে এক বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মাছটি স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। মাছ বিক্রেতা সাজু মিয়া উপজেলার রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে ব্রহ্মপুত্র নদে প্রায় ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়ে। পরে সেই মাছ সাজু নামে এক বিক্রেতা উপজেলার থানাহাট ইউনিয়নের পাম্পেরমোড় এলাকায় বিক্রি করার চেষ্টা করে। এ সময় বন বিভাগের একটি দল মাছটি উদ্ধার করে ইউএনও অফিসে নিয়ে যায়। 
 
পরে ইউএনও মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ বিক্রেতা সাজু মিয়াকে নগদ ৫০০ টাকা জরিমানা করে। পরে উদ্ধার করা মাছটি স্থানীয় এক এতিমখানায় দেওয়া হয়।

ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপদ) আইন ২০১২ এর ৩৯ ধারায় জরিমানা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুজ্জামান খান, চিলমারী থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত