হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে নৌকায় ভোট না দিলে দেশ ছাড়া করার হুমকি দিয়েছেন এক চেয়ারম্যান। গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন সংখ্যালঘুরা।
গতকাল রোববার দুপুরে গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলকে প্রধান আসামি করে ২২ জনের নামে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্রজেন্দ্রনাথ (৪৩)। ব্রজেন্দ্রনাথ উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের দেবেশ্বর বর্মণের ছেলে।
উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ–নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন নুরল আমীন। প্রচারণায় বাধা ও হামলা ভাঙচুরের অভিযোগ করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম আরিফ।
গত শনিবার সন্ধ্যায় ৮ /৯টি মোটরসাইকেলের বহর নিয়ে নৌকা প্রতীকের সমর্থনে প্রচারণায় পূর্ব সিন্দুর্না গ্রামে যান পার্শ্ববর্তী গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। এ সময় গ্রামের লোকজনকে ২৯ ডিসেম্বর নৌকায় ভোট দিতে বলেন তিনি। ভোট দিতে রাজি না হওয়ায় ওই গ্রামের ব্রজেন্দ্রনাথ ও তাঁর স্ত্রীর ওপর ক্ষিপ্ত হন তাঁরা। এ সময় শ্যামলের লোকজন তাঁদের ওপর চড়াও হয়ে লোহার রড আর ডেগার (বড় ছুরি) উঁচিয়ে হুমকি দেন। তাঁরা বলেন, ‘ভোট না দিলে পিটায়ে হাত পা ভেঙে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এখানে থাকলে নৌকায় ভোট দিতে হবে।’
ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে গতকাল হাতীবান্ধা থানায় অভিযোগ দিয়েছে।
এর আগেও এই গ্রামে একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অনেকেই। দুই দিনের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ ২২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী ব্রজেন্দ্রনাথ রায় বলেন, ‘আবু বক্কর সিদ্দিক শ্যামল আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভয়ভীতি দেখান। আমরা নাকি গরু খাওয়া হিন্দু। আমরা নাকি নৌকায় ভোট দিব। ভোট না দিলে হাত পা ভেঙে দেশ ছাড়া করা হবে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা থানায় অভিযোগ করেছি। এর সঠিক বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সংখ্যালঘুরা আওয়ামী লীগের আশ্রয়-প্রশ্রয়ে আছেন। আনারাস প্রার্থীর (স্বতন্ত্র) লোকজন ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে মিথ্যা মামলা করেছে।’
সংখ্যালঘুদের সঙ্গে এমন আচরণের বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় হাতীবান্ধা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ রায়ের সঙ্গে। তিনি বলেন, ‘ঘটনা সত্য হলে দুঃখজনক। আমি অসুস্থ, আপনারা সভাপতির সঙ্গে কথা বলেন।’
হাতীবান্ধা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার সিংহের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘মামলা হইতে পারে। তবে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই। দশ-বারো দিন আগের কথা।’ এই বলেই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন তিনি।
অভিযোগের বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে নৌকায় ভোট না দিলে দেশ ছাড়া করার হুমকি দিয়েছেন এক চেয়ারম্যান। গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন সংখ্যালঘুরা।
গতকাল রোববার দুপুরে গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলকে প্রধান আসামি করে ২২ জনের নামে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্রজেন্দ্রনাথ (৪৩)। ব্রজেন্দ্রনাথ উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের দেবেশ্বর বর্মণের ছেলে।
উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ–নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন নুরল আমীন। প্রচারণায় বাধা ও হামলা ভাঙচুরের অভিযোগ করে আসছেন স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম আরিফ।
গত শনিবার সন্ধ্যায় ৮ /৯টি মোটরসাইকেলের বহর নিয়ে নৌকা প্রতীকের সমর্থনে প্রচারণায় পূর্ব সিন্দুর্না গ্রামে যান পার্শ্ববর্তী গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। এ সময় গ্রামের লোকজনকে ২৯ ডিসেম্বর নৌকায় ভোট দিতে বলেন তিনি। ভোট দিতে রাজি না হওয়ায় ওই গ্রামের ব্রজেন্দ্রনাথ ও তাঁর স্ত্রীর ওপর ক্ষিপ্ত হন তাঁরা। এ সময় শ্যামলের লোকজন তাঁদের ওপর চড়াও হয়ে লোহার রড আর ডেগার (বড় ছুরি) উঁচিয়ে হুমকি দেন। তাঁরা বলেন, ‘ভোট না দিলে পিটায়ে হাত পা ভেঙে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এখানে থাকলে নৌকায় ভোট দিতে হবে।’
ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে গতকাল হাতীবান্ধা থানায় অভিযোগ দিয়েছে।
এর আগেও এই গ্রামে একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অনেকেই। দুই দিনের হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ ২২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী ব্রজেন্দ্রনাথ রায় বলেন, ‘আবু বক্কর সিদ্দিক শ্যামল আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভয়ভীতি দেখান। আমরা নাকি গরু খাওয়া হিন্দু। আমরা নাকি নৌকায় ভোট দিব। ভোট না দিলে হাত পা ভেঙে দেশ ছাড়া করা হবে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা থানায় অভিযোগ করেছি। এর সঠিক বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সংখ্যালঘুরা আওয়ামী লীগের আশ্রয়-প্রশ্রয়ে আছেন। আনারাস প্রার্থীর (স্বতন্ত্র) লোকজন ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে মিথ্যা মামলা করেছে।’
সংখ্যালঘুদের সঙ্গে এমন আচরণের বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হয় হাতীবান্ধা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ রায়ের সঙ্গে। তিনি বলেন, ‘ঘটনা সত্য হলে দুঃখজনক। আমি অসুস্থ, আপনারা সভাপতির সঙ্গে কথা বলেন।’
হাতীবান্ধা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার সিংহের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘মামলা হইতে পারে। তবে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই। দশ-বারো দিন আগের কথা।’ এই বলেই সংযোগটি বিচ্ছিন্ন করে দেন তিনি।
অভিযোগের বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে