Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে শিশু অপহরণচেষ্টার অভিযোগ, যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২০: ৩০
ঠাকুরগাঁওয়ে হাসপাতালে শিশু অপহরণচেষ্টার অভিযোগ, যুবক আটক

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এক শিশুকে অপহরণচেষ্টার অভিযোগে মো. মেহেদী হাসান নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন হাসপাতালের লোকজন। আজ বুধবার দুপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের পাশে ইসিজি ইউনিটে এই ঘটনা ঘটে। তিনি পৌর শহরের পূর্ব হাজীপাড়া মহল্লার বাসিন্দা।

হাসপাতাল সূত্র জানায়, দুপুরে এক যুবক জরুরি বিভাগের ইসিজি রুমে তালা ভেঙে প্রবেশ করে। এ সময় পাঁচ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে যাওয়ার পথে শিশুটির চিৎকার-চেঁচামেচিতে হাসপাতালের লোকজন জড়ো হয়ে বাধা দেন। পরে ওই যুবক জরুরি বিভাগে গিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। এ সময় ডিউটিরত এক নারী চিকিৎসককে লক্ষ্য করে কাঠের চেয়ার ছুড়ে মারেন। তবে তিনি সরে যাওয়ায় চেয়ারটি তাঁর গায়ে পড়েনি। পরে চিকিৎসকের সামনে লাগানো গ্লাস ভাঙচুর করেন তিনি। এ সময় লোকজন তাঁকে আটক করে পুলিশে দেন।

হাসপাতালের ইসিজি ইউনিটের টেকনিশিয়ান শিশুটির মা সুমাইয়া আক্তার শিমু বলেন, ‘প্রতিদিন শিশুটিকে নিয়ে কর্মস্থলে আসি। অন্য কোনো ইউনিটে ইসিজি করতে গেলে শিশুকে ভেতরে রেখে বাইরে তালা দিয়ে যাই। আজ তাকে নাশতা খাইয়ে পাঁচতলায় ইসিজি করতে যাই। পরে রুমে এসে দেখি তালা ভাঙা। এ সময় কান্নাকাটি করলে আশপাশের লোকজন এসে শিশুকে উদ্ধারের ঘটনা জানান।’

জরুরি বিভাগের চিকিৎসক সোনিয়া ইসলাম বলেন, ‘ওই যুবক আকস্মিকভাবে রুমে ঢুকে চেয়ার ছুড়ে মারে। সরে দাঁড়ালে আঘাতপ্রাপ্ত হইনি। এ ঘটনার পর কিছুটা আতঙ্ক কাজ করছে।’

এ বিষয়ে জানতে চাইলে সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, থানায় এনে আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত