কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া ব্যবসায়ী সমিতি। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঘোষপাড়া এলাকার ব্যবসায়ী ও সোহানের এলাকাবাসী অংশ নেন।
বক্তারা বলেন, শরিফুল ইসলাম সোহান একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। সব শ্রেণি পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী বিন্দু ও তাঁর অনুসারীরা নির্মমভাবে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন। বক্তারা সোহানের মৃত্যুর জন্য দায়ীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
কুড়িগ্রাম সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘মামলার প্রধান ২ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এজাহার নামীয় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিকেলে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা সোহানকে পরিবহনকারী একটি প্রাইভেটকারের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। এর জেরে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু তাঁর অনুসারীদের নিয়ে সোহানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। আহত সোহানকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোহানের স্ত্রী বাদী হয়ে বিন্দু, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭–৮ জনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামিরা হলেন ছাত্রলীগ কর্মী রায়হান কবির স্বাধীন ও শহিদুল ইসলাম সৌরভ। প্রধান আসামি বিন্দু ও ঝিনুককে ঘটনার দিন সন্ধ্যার পর গ্রেপ্তার করে পুলিশ। অপর দুই আসামি এখনো পলাতক রয়েছেন।
আরও পড়ুন:
কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া ব্যবসায়ী সমিতি। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঘোষপাড়া এলাকার ব্যবসায়ী ও সোহানের এলাকাবাসী অংশ নেন।
বক্তারা বলেন, শরিফুল ইসলাম সোহান একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। সব শ্রেণি পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী বিন্দু ও তাঁর অনুসারীরা নির্মমভাবে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন। বক্তারা সোহানের মৃত্যুর জন্য দায়ীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
কুড়িগ্রাম সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘মামলার প্রধান ২ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এজাহার নামীয় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিকেলে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা সোহানকে পরিবহনকারী একটি প্রাইভেটকারের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। এর জেরে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু তাঁর অনুসারীদের নিয়ে সোহানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। আহত সোহানকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সোহানের স্ত্রী বাদী হয়ে বিন্দু, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭–৮ জনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামিরা হলেন ছাত্রলীগ কর্মী রায়হান কবির স্বাধীন ও শহিদুল ইসলাম সৌরভ। প্রধান আসামি বিন্দু ও ঝিনুককে ঘটনার দিন সন্ধ্যার পর গ্রেপ্তার করে পুলিশ। অপর দুই আসামি এখনো পলাতক রয়েছেন।
আরও পড়ুন:
নরসিংদীর শিবপুরে লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নতুন আটাশিয়া সৃষ্টিগড় এলাকার লটকন বাগান থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
১৩ মিনিট আগেজামায়াতের এই নেতা বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য গুণগত পরিবর্তন আনতে কতিপয় সংস্কারের প্রয়োজন। তবে এ জন্য ন্যায়সংগত যতটুকু সময় প্রয়োজন, এর মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
১৪ মিনিট আগেজামালপুরের বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেলচালক মনিরুজ্জামান মিন্টু রৌমারী উপজেলার মিয়ারচর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে।
৩৬ মিনিট আগেরাজশাহীর বাঘায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৬টায় উপজেলার বাউসা বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে বাউসা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
৩৯ মিনিট আগে