Ajker Patrika

কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা হত্যা: অভিযুক্তদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোহানকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া ব্যবসায়ী সমিতি। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঘোষপাড়া এলাকার ব্যবসায়ী ও সোহানের এলাকাবাসী অংশ নেন। 

বক্তারা বলেন, শরিফুল ইসলাম সোহান একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। সব শ্রেণি পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী বিন্দু ও তাঁর অনুসারীরা নির্মমভাবে তাঁকে পিটিয়ে হত্যা করেছেন। বক্তারা সোহানের মৃত্যুর জন্য দায়ীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। 

কুড়িগ্রাম সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘মামলার প্রধান ২ আসামিকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এজাহার নামীয় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিকেলে জেলা সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় আওয়ামী লীগ নেতা সোহানকে পরিবহনকারী একটি প্রাইভেটকারের সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীদের একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। এর জেরে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু তাঁর অনুসারীদের নিয়ে সোহানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। আহত সোহানকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় সোহানের স্ত্রী বাদী হয়ে বিন্দু, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি ঝিনুক মিয়াসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭–৮ জনের বিরুদ্ধে মামলা করেন। অপর আসামিরা হলেন ছাত্রলীগ কর্মী রায়হান কবির স্বাধীন ও শহিদুল ইসলাম সৌরভ। প্রধান আসামি বিন্দু ও ঝিনুককে ঘটনার দিন সন্ধ্যার পর গ্রেপ্তার করে পুলিশ। অপর দুই আসামি এখনো পলাতক রয়েছেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিন ছাত্রকে আটক করায় এসআই ক্লোজড, ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা, বদলির মুখে ওসি-এসআই

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

‘আমরা রিস্ক নিয়ে আওয়ামী লীগ ধরায়ে দেই, ক্রেডিট নেয় ওসি’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত