Ajker Patrika

সড়কে দাঁড়ানো ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় পার্টির নেতা নিহত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৩, ১৮: ২৮
সড়কে দাঁড়ানো ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় পার্টির নেতা নিহত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কে দাঁড়ানো ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় হরিপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্যসচিব সাইফুল ইসলাম (৪৭) নিহত হয়েছেন। ওই সড়কের ফুটানি টাউন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এতে সাইফুল ইসলামের স্ত্রী করিমা আকতার (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার দিবাগত রাত স্বামী-স্ত্রী মোটরসাইকেলে দিনাজপুর থেকে চিকিৎসা শেষে হরিপুর ফিরছিলেন। পথিমধ্য পীরগঞ্জ উপজেলার ফুটানি টাউন বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা খড়িভর্তি ট্রলির সঙ্গে ধাক্কা খায় সাইফুলের মোটরসাইকেল। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান।

সাইফুল ইসলাম হরিপুর উপজেলার ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের দামোল গ্রামের মৃত কুসুমউদ্দিনের ছেলে। তিনি হরিপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। নিহতের স্ত্রী করিমা আকতার হরিপুর উপজেলার দামোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি; কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত