Ajker Patrika

গাইবান্ধায় ৩০০ জনকে আসামি করে পুলিশের মামলা, গ্রেপ্তার ১৪ 

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ৩০০ জনকে আসামি করে পুলিশের মামলা, গ্রেপ্তার ১৪ 

গাইবান্ধায় কোটা সংস্কার আন্দোলন থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলায় অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা। এর আগে গত বুধবার রাতে গাইবান্ধার সদর থানায় পুলিশ বাদী হয়ে ‘পুলিশের ওপর আক্রমণের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। 

ওসি মাসুদ রানা আরও বলেন, ‘বুধবার কোটা সংস্কার আন্দোলনের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পর ওই রাতেই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রাজনীতি সংগঠনের পরিচয় শনাক্ত করা হচ্ছে। ছবি-ফুটেজ দেখে হামলাকারী অন্যদের গ্রেপ্তার করা হবে।’ 

গতকাল বুধবার কোটা বাতিল ও আন্দোলনে নিহতের প্রতিবাদে বিক্ষোভ বের করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হয়। পরে জেলা আওয়ামী লীগ অফিস চত্বরের ৭-৮টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে জেলা বিএনপির কার্যালয়ে পাল্টা হামলা চালিয়ে অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত