বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বদরগঞ্জে একটি সরকারি উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রাশেদুল ইসলামের এক ছাত্রীকে বাসায় ডাকাসহ অশ্লীল ভাষায় কথোপকথনে অডিও ফাঁস হয়েছে। সম্প্রতি অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের পদত্যাগসহ তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন তাঁরা। শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানকে স্মারকলিপি দেন তাঁরা।
অভিযুক্ত শিক্ষকের নাম রাশেদুল ইসলাম। এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক হেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ঘটনায় আগে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে শিক্ষক-ছাত্রীর অশ্লীল ভাষায় কথোপকথন অডিও ফাঁসের বিষয়টি ফেসবুকে দেখেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ফেসবুকে দেখে তাৎক্ষণিক সভা ডেকে ওই খণ্ডকালীন শিক্ষককে বিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় মেয়েটির পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বদরগঞ্জে একটি সরকারি উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ও অ্যাডভান্স কোচিং সেন্টারের পরিচালক রাশেদুল ইসলামের এক ছাত্রীকে বাসায় ডাকাসহ অশ্লীল ভাষায় কথোপকথনে অডিও ফাঁস হয়েছে। সম্প্রতি অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের পদত্যাগসহ তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন তাঁরা। শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানকে স্মারকলিপি দেন তাঁরা।
অভিযুক্ত শিক্ষকের নাম রাশেদুল ইসলাম। এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক হেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ঘটনায় আগে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে শিক্ষক-ছাত্রীর অশ্লীল ভাষায় কথোপকথন অডিও ফাঁসের বিষয়টি ফেসবুকে দেখেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ফেসবুকে দেখে তাৎক্ষণিক সভা ডেকে ওই খণ্ডকালীন শিক্ষককে বিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় মেয়েটির পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাগানে বাগানে গাছভরা মুকুল দেখে ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা। গত শনিবার রাজশাহী মহানগরের কিছু এলাকা, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলায় বৃষ্টি হয়েছে। ছিল ধুলোঝড়। বাঘায় বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। গতকাল রোববার ভোরে চাঁপাইনবাবগঞ্জে এবং সকালে বৃষ্টি হয়েছে নওগাঁর বিভিন্ন এলাকায়। এই ফাগুনের হঠাৎ বৃষ্ট
২৬ মিনিট আগেরাজশাহী বিভাগে জ্বালানি পরিবহন এবং বিক্রি নিয়ন্ত্রণ এখনো আওয়ামী লীগের নেতাদের হাতে। নিজেদের স্বার্থে ব্যাঘাত ঘটলেই তাঁরা ধর্মঘটের ডাক দিয়ে জ্বালানি খাতকে জিম্মি করছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, গত ১৫ বছর তাঁরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমির ইজারামূল্য (মাশুল) পরিশোধ করেননি গায়ের জোরে। শুধু বগুড়
৩০ মিনিট আগেবইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের কাছে ‘ছোট কাগজ’ অর্থাৎ লিটল ম্যাগাজিনের স্টল। পাঠকের মূল স্রোত কখনোই এদিকে খুব একটা আসে না। যাঁরা আসেন, তাঁদের বেশির ভাগের উদ্দেশ্য এখানকার বেঞ্চিতে একটু জিরিয়ে নেওয়া বা ছবি তোলা। প্রতিষ্ঠান ও প্রথাবিরোধী
৩৯ মিনিট আগেরাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা লুট হয়েছে দাবি করেছেন ওই ব্যবসায়ী।
২ ঘণ্টা আগে