Ajker Patrika

৪০ লিটার দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবলীগ নেতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২০: ৪৪
Thumbnail image

প্রায় ১০ বছর পর ঠাকুরগাঁও সদর উপজেলা ঢোলারহাট ইউনিয়নের যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।  কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা স্থানীয় যুবলীগের এক নেতা। 

আজ বুধবার বিকেলে ঢোলার বাজার এলাকায় শতাধিক মানুষের সামনে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে তিনি এ ঘোষণা দেন। 

এদিকে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় যুবলীগ নেতারা। 

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া ওই যুবলীগ নেতার নাম বাবলু মিয়া। তিনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। 

দলীয় সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর কাউন্সিলের মাধ্যমে ঢোলারহাট যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে দিলীপ কুমার বর্মণকে সভাপতি ও শক্তি বর্মণকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। নবগঠিত ওই কমিটিতে বাবলু মিয়াকে ৩ নম্বর সহসভাপতি হওয়ার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। 

বাবলু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘১০ বছর ধরে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক পদে দায়িত্ব পালন করে আসছি। দলের শীর্ষ নেতা-কর্মীদের বলছি, এত বছর রাজনীতি করলাম আমাকে সিনিয়র সাংগঠনিক পদে রাখুন। কিন্তু কেউ কথা রাখেনি। ৩ নম্বর সহসভাপতি রাখার প্রস্তাব দিলেও ওই পদের কোনো মূল্য নাই। এ ছাড়া নব ঘোষিত কমিটিতে আমিই সবার সিনিয়র।’ 

বাবলু মিয়া আরও বলেন, ‘এসব কারণে রাজনীতিকে বিদায় জানিয়ে, নিজেকে পরিশুদ্ধ করলাম। বাকি জীবন নামাজ ও ইবাদাত-বন্দেগি করে পার করে দেওয়ার ইচ্ছা। সেই সঙ্গে ঘোষণা দিচ্ছি, আমি আর রাজনীতি করব না। এত দিন রাজনীতি করতে গিয়ে যদি কারও ক্ষতির কারণ হয়েছি, তাহলে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করবেন।’ 

এ বিষয়ে ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের নবনির্বাচিত সভাপতি দিলীপ কুমার বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশীর জানাজা ও সমাহিত করা হয়েছে। প্রিয় এই নেতাকে হারিয়ে আমরা শোকস্তব্ধ। এই শোকের দিনে বাবলু মিয়ার এমন কাণ্ডে দলসহ সবাই হতবাক হয়েছি। তাঁর বিষয়ে জেলা নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে পরবর্তী দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত