Ajker Patrika

রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা

রংপুর প্রতিনিধি
রংপুরে গতকাল মঙ্গলবার রাতে এনসিপির পথসভায় দলের সদস্যসচিব আখতার হোসেন (বাঁ থেকে চতুর্থজন)। ছবি: আজকের পত্রিকা
রংপুরে গতকাল মঙ্গলবার রাতে এনসিপির পথসভায় দলের সদস্যসচিব আখতার হোসেন (বাঁ থেকে চতুর্থজন)। ছবি: আজকের পত্রিকা

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে দলের সদস্যসচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

পথসভায় এনসিপি নেতা নাহিদ বলেন, ‘আখতার হোসেনের নেতৃত্বে কাউনিয়া ও পীরগাছা উন্নয়নের মূল স্রোতে যুক্ত হবে।’

দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ওই সভায় আখতার হোসেনকে কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে পরিচয় করিয়ে দেন।

সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী সামান্থা শারমিন, তাসনিম জারা প্রমুখ।

এর আগে সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে নেতারা শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বেলা ১১টার দিকে গাইবান্ধার উদ্দেশে রওনা হন। গাইবান্ধায় পথসভা শেষে বিকেল সাড়ে ৫টায় তাঁরা পুনরায় রংপুরে ফিরে আসেন। পরে বিশ্রাম শেষে সন্ধ্যায় আবার পদযাত্রা শুরু হয়।

পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবলীগ নেতাকে ধরতে ভবন ঘেরাও, যুবদল নেতাকে ফোন করে বললেন—‘লাভ নেই’

গাজায় ইসরায়েলি ‘গণহত্যায়’ সহযোগিতা করছে যেসব বহুজাতিক কোম্পানি

আদানির ‘সম্পূর্ণ’ বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ

প্রধান উপদেষ্টাকে নিয়ে পোস্ট দেওয়া সেই ঊর্মি চাকরিচ্যুত

৪০ ঘণ্টার যানজটে ৩ জনের মৃত্যু, সড়ক কর্তৃপক্ষের প্রশ্ন ‘মানুষ এত তাড়াতাড়ি বেরোয় কেন?’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত