কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় নিখোঁজের এক দিন পর প্রতিবেশীর রান্নাঘরের পেছনে মাটি খুঁড়ে কৃষক দল নেতা মোবারক আলীর (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের উত্তর বিশ্বনাথ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোবারক আলী উপজেলার বিশ্বনাথ গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে এবং টেপামধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নিহতের স্বজন, প্রতিবেশী ও মামলার বরাত দিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয় বাজারে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন মোবারক। স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর ধানখেতে মোবারকের লাইট ও ফোন পেলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
খোঁজাখুজির একপর্যায়ে প্রতিবেশী মমিনুলের বাড়ির রান্নাঘরের পেছনে নতুন গাছ লাগানো আলগা মাটির নিচে মোবারকের লাশ দেখতে পায় লোকজন। এ সময় কৌশলে মমিনুল পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরাতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহের বিভিন্ন স্থানে অস্ত্রের গভীর কাটা ক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধারের পর উত্তেজিত লোকজন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাতেই বিশ্বনাথ গ্রামে কোমল বৈরাগী ফকিরের ছেলে মমিনুলের বসতবাড়ীতে আগুন ধরিয়ে দেয়।
মোবারকের মা মমেনা খাতুন জানান, তাঁর ছেলে এলাকায় সবার সঙ্গে মিশত। পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী মমিনুল ও তাঁর সহযোগীরা। তিনি ছেলেকে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ব্যাপারে মোবারকের মা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে বিশ্বনাথ গ্রামের কোমল বৈরাগী ফকিরের ছেলে মমিনুলের ভাই নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
মামলার প্রধান আসামিসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
রংপুরের কাউনিয়ায় নিখোঁজের এক দিন পর প্রতিবেশীর রান্নাঘরের পেছনে মাটি খুঁড়ে কৃষক দল নেতা মোবারক আলীর (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের উত্তর বিশ্বনাথ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোবারক আলী উপজেলার বিশ্বনাথ গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে এবং টেপামধুপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নিহতের স্বজন, প্রতিবেশী ও মামলার বরাত দিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয় বাজারে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন মোবারক। স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর ধানখেতে মোবারকের লাইট ও ফোন পেলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
খোঁজাখুজির একপর্যায়ে প্রতিবেশী মমিনুলের বাড়ির রান্নাঘরের পেছনে নতুন গাছ লাগানো আলগা মাটির নিচে মোবারকের লাশ দেখতে পায় লোকজন। এ সময় কৌশলে মমিনুল পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরাতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহের বিভিন্ন স্থানে অস্ত্রের গভীর কাটা ক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মরদেহ উদ্ধারের পর উত্তেজিত লোকজন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাতেই বিশ্বনাথ গ্রামে কোমল বৈরাগী ফকিরের ছেলে মমিনুলের বসতবাড়ীতে আগুন ধরিয়ে দেয়।
মোবারকের মা মমেনা খাতুন জানান, তাঁর ছেলে এলাকায় সবার সঙ্গে মিশত। পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী মমিনুল ও তাঁর সহযোগীরা। তিনি ছেলেকে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ব্যাপারে মোবারকের মা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে বিশ্বনাথ গ্রামের কোমল বৈরাগী ফকিরের ছেলে মমিনুলের ভাই নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
মামলার প্রধান আসামিসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে শুধু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়ে যাওয়ার কারণেও তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
১ ঘণ্টা আগেফারহানা জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি মেহেরপুর শহরের পেয়াদাপাড়ায়। নিহত শিক্ষার্থীর স্বামী রাইহানুল ইসলাম জানান, আজ সকাল ৯টার দিকে শহরের পেয়াদাপাড়া থেকে স্ত্রী ফারহানাকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি রামদাসপুর গ্রামে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগেমাত্র ১৫ দিনের চাকরি। সংসারের হাল ধরতে চাওয়া তরুণী নারগিস আক্তারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল! পোড়া শরীর এতটাই বিকৃত যে মুখ দেখে কেউ চিনতে পারেননি। কিন্তু বাবা কখনো সন্তানকে চিনতে ভুল করেন না! পায়ের নূপুর দেখে মেয়ের লাশ শনাক্ত করলেন মো. ওয়ালিউল্লাহ।
২ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি রাসায়নিক গুদামে লাগা ভয়াবহ আগুনে পুড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। টিনশেড দোতলা গুদামটিতে আগুন লাগার পর তা বিস্ফোরিত হয়ে পাশের একটি চারতলা ভবনে ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে