ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরামুল হক চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন ১০ সদস্য। গত ১৮ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক কার্যালয়ে তাঁরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগ দেওয়ার জেরে চেয়ারম্যানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের দুই সদস্যকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঝুনাগাছ চাপানী ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ডিমলা থানায় মামলার প্রস্তুতি চলমান বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী সদস্যদের একজন লিলি বেগম।
অভিযোগপত্রে ইউপি সদস্যরা উল্লেখ করেন, একরামুল হক চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই সদস্যদের তোয়াক্কা না করে তিনি ভিজিডি, ভিজিএফ, কাবিখা, কাবিটা, টিআর, প্রকল্পের তালিকা বণ্টনসহ নানা ধরনের প্রকল্পের কাজ একাই করছেন। পরিষদের উন্নয়নকাজে বরাদ্দ এক শতাংশ টাকাও চেয়ারম্যান সঠিকভাবে বণ্টন করেননি। তিনি সদস্যদের বঞ্চিত করেছেন। এখন পর্যন্ত সরকারি ভাতাও দেওয়া হচ্ছে না। টিসিবির পণ্য সঠিকভাবে বণ্টন হচ্ছে না। পছন্দের লোকদের দেওয়া হচ্ছে। এসব কাজে তাঁকে সহযোগিতা করছেন ইউপি সচিব সুবাস চন্দ্র।
তাঁদের অভিযোগ, জন্মনিবন্ধনের জন্য সরকারি ফি ছাড়াও অতিরিক্ত ফি আদায় এবং ভুয়া ওয়ারিশ সনদ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন চেয়ারম্যান একরামুল। এ ছাড়া রেজুলেশন না লিখেই সচিব সুবাস চন্দ্রের মাধ্যমে আগেই সাক্ষর করিয়ে নেন তিনি।
অভিযোগপত্রে স্বাক্ষর করেন, ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হালিমুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ, ৪ নম্বর ওয়ার্ডের অহিদুজ্জামান, ৬ নম্বর ওয়ার্ডের তহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের খাইরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাক, ৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা বেগম, লিলি বেগম ও রশিদা বেগম। তবে এ ইউপির ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্যরা এ অভিযোগপত্রে স্বাক্ষর করেননি।
৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য লিলি বেগম অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরিতে আমাদের কোনো ধরনের অধিকার দেওয়া হয় না। চেয়ারম্যান প্রথম থেকে একাই সব কাজ করছেন। এসব কাজের হিসাব চাইতে গেলে অন্যায়ভাবে আমাদের গালিগালাজসহ নানা ধরনের ভয়ভীতি, হুমকি দেন। কোনো সদস্য তাঁর ভয়ে কথা বলতে সাহস পান না। এসব ঘটনার প্রতিবাদ করায় চেয়ারম্যান একরামুলের মাস্তানবাহিনী ও ভাতিজারা তার সামনেই আমাকে ও আনোয়ারা বেগমকে মারধর করে হুমকি দিয়েছেন। এ সময় সুবিধা ভোগীদের জন্য পাওয়া পাঁচ প্যাকেট শুকনো খাবারও ছিনিয়ে নেয় চেয়ারম্যানের খাস লোক কপিল ও সাদ্দাম।’
২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ বলেন, ‘আমাদের সব অভিযোগই সত্য। অন্যায়ের প্রতিবাদ করলে চেয়ারম্যান পরিষদের ভেতরে তাঁর সন্ত্রাসী বাহিনী দেখিয়ে আমাদের ভয়ভীতি দেখান।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সব বরাদ্দের সুষম বণ্টন হয়েছে। ইউপি সদস্যকে মারধরের কোনো ঘটনা ঘটেনি।’
ডিমলা থানার তদন্ত কর্মকর্তা বিশ্বদেব রায় বলেন, ‘ইউপি সদস্যকে মারধরের ঘটনাটি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে ইউপি সদস্যদের লাঞ্ছিত করার বিষয়টি জানা নেই। বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, ‘লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নীলফামারীর ডিমলায় ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একরামুল হক চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন ১০ সদস্য। গত ১৮ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক কার্যালয়ে তাঁরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগ দেওয়ার জেরে চেয়ারম্যানের নির্দেশে সংরক্ষিত নারী আসনের দুই সদস্যকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঝুনাগাছ চাপানী ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ডিমলা থানায় মামলার প্রস্তুতি চলমান বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী সদস্যদের একজন লিলি বেগম।
অভিযোগপত্রে ইউপি সদস্যরা উল্লেখ করেন, একরামুল হক চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই সদস্যদের তোয়াক্কা না করে তিনি ভিজিডি, ভিজিএফ, কাবিখা, কাবিটা, টিআর, প্রকল্পের তালিকা বণ্টনসহ নানা ধরনের প্রকল্পের কাজ একাই করছেন। পরিষদের উন্নয়নকাজে বরাদ্দ এক শতাংশ টাকাও চেয়ারম্যান সঠিকভাবে বণ্টন করেননি। তিনি সদস্যদের বঞ্চিত করেছেন। এখন পর্যন্ত সরকারি ভাতাও দেওয়া হচ্ছে না। টিসিবির পণ্য সঠিকভাবে বণ্টন হচ্ছে না। পছন্দের লোকদের দেওয়া হচ্ছে। এসব কাজে তাঁকে সহযোগিতা করছেন ইউপি সচিব সুবাস চন্দ্র।
তাঁদের অভিযোগ, জন্মনিবন্ধনের জন্য সরকারি ফি ছাড়াও অতিরিক্ত ফি আদায় এবং ভুয়া ওয়ারিশ সনদ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন চেয়ারম্যান একরামুল। এ ছাড়া রেজুলেশন না লিখেই সচিব সুবাস চন্দ্রের মাধ্যমে আগেই সাক্ষর করিয়ে নেন তিনি।
অভিযোগপত্রে স্বাক্ষর করেন, ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হালিমুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ, ৪ নম্বর ওয়ার্ডের অহিদুজ্জামান, ৬ নম্বর ওয়ার্ডের তহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের খাইরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাক, ৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা বেগম, লিলি বেগম ও রশিদা বেগম। তবে এ ইউপির ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্যরা এ অভিযোগপত্রে স্বাক্ষর করেননি।
৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য লিলি বেগম অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরিতে আমাদের কোনো ধরনের অধিকার দেওয়া হয় না। চেয়ারম্যান প্রথম থেকে একাই সব কাজ করছেন। এসব কাজের হিসাব চাইতে গেলে অন্যায়ভাবে আমাদের গালিগালাজসহ নানা ধরনের ভয়ভীতি, হুমকি দেন। কোনো সদস্য তাঁর ভয়ে কথা বলতে সাহস পান না। এসব ঘটনার প্রতিবাদ করায় চেয়ারম্যান একরামুলের মাস্তানবাহিনী ও ভাতিজারা তার সামনেই আমাকে ও আনোয়ারা বেগমকে মারধর করে হুমকি দিয়েছেন। এ সময় সুবিধা ভোগীদের জন্য পাওয়া পাঁচ প্যাকেট শুকনো খাবারও ছিনিয়ে নেয় চেয়ারম্যানের খাস লোক কপিল ও সাদ্দাম।’
২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ বলেন, ‘আমাদের সব অভিযোগই সত্য। অন্যায়ের প্রতিবাদ করলে চেয়ারম্যান পরিষদের ভেতরে তাঁর সন্ত্রাসী বাহিনী দেখিয়ে আমাদের ভয়ভীতি দেখান।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সব বরাদ্দের সুষম বণ্টন হয়েছে। ইউপি সদস্যকে মারধরের কোনো ঘটনা ঘটেনি।’
ডিমলা থানার তদন্ত কর্মকর্তা বিশ্বদেব রায় বলেন, ‘ইউপি সদস্যকে মারধরের ঘটনাটি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে ইউপি সদস্যদের লাঞ্ছিত করার বিষয়টি জানা নেই। বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, ‘লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতের নাম চান মিয়া (৭০)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা সেতুর ঢালে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষকালে গুলিবর্ষণের মতো ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে উল্টো পথে আসা মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের (তেলের ভাউচার) চাপায় ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দু’জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেযশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির (ভিডব্লিউভি) আওতায় হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণ করা চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আমিনুর রহমান নেদার লোকজনের বিরুদ্ধে। পরে পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগীরা ৬ বস্তা চাল ফেরত পেয়েছেন।
১ ঘণ্টা আগে