নীলফামারী প্রতিনিধি
আজ ১৩ জুন, নীলফামারীর সৈয়দপুরে পালিত হচ্ছে শোকাবহ ট্রেন ট্র্যাজেডি ও গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে শহরের গোলাহাট এলাকায় ঘটে যায় ইতিহাসের এক নির্মম হত্যাকাণ্ড। হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় অবাঙালি দোসররা প্রায় ৪৪৮ জন নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে।
মুক্তিযুদ্ধ চলাকালে সৈয়দপুর ছিল পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম শক্ত ঘাঁটি। ১৯৪৭ সালের দেশবিভাগের পর বিপুলসংখ্যক উর্দুভাষী অবাঙালি এখানে বসবাস শুরু করে। মুক্তিযুদ্ধের সময় এদের বড় একটি অংশ হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে এবং মুক্তিকামী বাঙালিদের বিরুদ্ধে অবস্থান নেয়।
১৯৭১ সালের ১৩ জুন, সৈয়দপুর শহরের সংখ্যালঘু হিন্দু ও মারোয়ারি সম্প্রদায়ের লোকজনকে ভারতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে শহরের রেলওয়ে স্টেশনে জড়ো করা হয়। পরে একটি বিশেষ ট্রেনে তুলে তাঁদের শহরের উত্তর প্রান্তে, রেলওয়ে কারখানার শেষ সীমান্তে গোলাহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তরবারি ও অন্যান্য অস্ত্র দিয়ে একে একে ৪৪৮ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ভয়াবহ হত্যাকাণ্ডে খুব কমসংখ্যক মানুষই প্রাণে বাঁচতে পেরেছিলেন। শহরের অনেক পরিবার ছিল, যাদের কোনো সদস্যই আর বেঁচে ফেরেনি।
গোলাহাট বধ্যভূমিতে গড়ে তোলা হয়েছে একটি স্মৃতিস্তম্ভ, যেখানে প্রতিবছর ১৩ জুন গণহত্যা দিবস পালিত হয়। এদিন শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতি ও স্মরণিকা পরিষদের যৌথ উদ্যোগে এবারও দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ও স্মরণিকা পরিষদের সভাপতি সুমিত কুমার আগরওয়াল জানান, কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা ও গীতা পাঠ, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্বালন, দুস্থদের মাঝে খাবার বিতরণ, প্রার্থনা, ভোজন-কীর্তন ও প্রসাদ বিতরণ।
দিনটি সৈয়দপুরবাসীর জন্য শুধু স্মরণ নয়, হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদনের দিন। মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি একটি রক্তাক্ত অধ্যায়, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে বেদনার উত্তরাধিকার হয়ে।
আজ ১৩ জুন, নীলফামারীর সৈয়দপুরে পালিত হচ্ছে শোকাবহ ট্রেন ট্র্যাজেডি ও গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে শহরের গোলাহাট এলাকায় ঘটে যায় ইতিহাসের এক নির্মম হত্যাকাণ্ড। হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় অবাঙালি দোসররা প্রায় ৪৪৮ জন নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে।
মুক্তিযুদ্ধ চলাকালে সৈয়দপুর ছিল পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম শক্ত ঘাঁটি। ১৯৪৭ সালের দেশবিভাগের পর বিপুলসংখ্যক উর্দুভাষী অবাঙালি এখানে বসবাস শুরু করে। মুক্তিযুদ্ধের সময় এদের বড় একটি অংশ হানাদার বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে এবং মুক্তিকামী বাঙালিদের বিরুদ্ধে অবস্থান নেয়।
১৯৭১ সালের ১৩ জুন, সৈয়দপুর শহরের সংখ্যালঘু হিন্দু ও মারোয়ারি সম্প্রদায়ের লোকজনকে ভারতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে শহরের রেলওয়ে স্টেশনে জড়ো করা হয়। পরে একটি বিশেষ ট্রেনে তুলে তাঁদের শহরের উত্তর প্রান্তে, রেলওয়ে কারখানার শেষ সীমান্তে গোলাহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তরবারি ও অন্যান্য অস্ত্র দিয়ে একে একে ৪৪৮ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ভয়াবহ হত্যাকাণ্ডে খুব কমসংখ্যক মানুষই প্রাণে বাঁচতে পেরেছিলেন। শহরের অনেক পরিবার ছিল, যাদের কোনো সদস্যই আর বেঁচে ফেরেনি।
গোলাহাট বধ্যভূমিতে গড়ে তোলা হয়েছে একটি স্মৃতিস্তম্ভ, যেখানে প্রতিবছর ১৩ জুন গণহত্যা দিবস পালিত হয়। এদিন শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতি ও স্মরণিকা পরিষদের যৌথ উদ্যোগে এবারও দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ও স্মরণিকা পরিষদের সভাপতি সুমিত কুমার আগরওয়াল জানান, কর্মসূচির মধ্যে রয়েছে পূজা-অর্চনা ও গীতা পাঠ, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্বালন, দুস্থদের মাঝে খাবার বিতরণ, প্রার্থনা, ভোজন-কীর্তন ও প্রসাদ বিতরণ।
দিনটি সৈয়দপুরবাসীর জন্য শুধু স্মরণ নয়, হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদনের দিন। মুক্তিযুদ্ধের ইতিহাসে এটি একটি রক্তাক্ত অধ্যায়, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে বেদনার উত্তরাধিকার হয়ে।
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। এই মোড় থেকে শহরের চারদিকে চারটি সড়ক বিভিন্ন দিকে গেছে। এই মোড়েই একটি বৈদ্যুতিক খুঁটিতে বসানো রয়েছে তিনটি সিসি ক্যামেরা। তবে তিনটিই নষ্ট। কোনোটির সংযোগের তারই ছেঁড়া, কোনোটি নিচের দিকে বাঁকানো। অথচ অপরাধপ্রবণতা কমাতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে...
৩১ মিনিট আগেচার মাস ধরে ওষুধ সরবরাহ নেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোয়। চলছে শুধু রক্তচাপ পরিমাপ আর পরামর্শ দেওয়ার কার্যক্রম। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। সিভিল সার্জন অবশ্য আশার বাণী শুনিয়েছেন।
৫ ঘণ্টা আগেতিস্তা নদীর পানি কমতে শুরু করলেও নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়। ঢেউয়ের আঘাতে নদীতীর, ফসলি জমি ও বসতভিটা ভাঙতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা।
৫ ঘণ্টা আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব এনেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে বন্দর থানা এলাকা ভাগাভাগি হয়ে নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকায় পড়তে যাচ্ছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন আগামী নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী নেতারা। তাঁরা বলছেন, একই এলাকায়
৫ ঘণ্টা আগে