পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা মহিলা কলেজে এক শিক্ষার্থীর তত্ত্বাবধানে ছিলেন ১৫ জন শিক্ষক। এইচএসসির ফলাফলে সে শিক্ষার্থীও ফেল করেছেন। ওই শিক্ষার্থী নলডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে নলডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কলেজটি ২০১০ সালে প্রতিষ্ঠা হয়। এরপর পর্যায়ক্রমে ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি পেলেও এখনো এমপিওভুক্ত হয়নি।
আমিনুল ইসলাম আরও বলেন, ‘বিগত বছরগুলোতে কলেজটির ফলাফল ভালো ছিল। এরই মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও করোনাকালীন সময়ে কলেজটির কার্যক্রম ব্যাহত হয়। আমরা সব প্রতিকূলতা মোকাবিলা করে বর্তমানে নিয়মিত কলেজ পরিচালনা করছি। ২০২২ সালে মাত্র একজন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু বুধবারের ফলাফলে এই শিক্ষার্থী ফেল করেছে। আশা করি আগামী বছরে আমরা ভালো ফলাফল করব।
এ বিষয়ে নলডাঙ্গা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আহম্মদ আলী বলেন, গত ২০২২ সালে এইচএসসিতে একজন ছাত্রী পরীক্ষা দিয়ে ফেল করেছে। এটি খুবই দুঃখজনক। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা মহিলা কলেজে এক শিক্ষার্থীর তত্ত্বাবধানে ছিলেন ১৫ জন শিক্ষক। এইচএসসির ফলাফলে সে শিক্ষার্থীও ফেল করেছেন। ওই শিক্ষার্থী নলডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে নলডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কলেজটি ২০১০ সালে প্রতিষ্ঠা হয়। এরপর পর্যায়ক্রমে ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি পেলেও এখনো এমপিওভুক্ত হয়নি।
আমিনুল ইসলাম আরও বলেন, ‘বিগত বছরগুলোতে কলেজটির ফলাফল ভালো ছিল। এরই মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও করোনাকালীন সময়ে কলেজটির কার্যক্রম ব্যাহত হয়। আমরা সব প্রতিকূলতা মোকাবিলা করে বর্তমানে নিয়মিত কলেজ পরিচালনা করছি। ২০২২ সালে মাত্র একজন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু বুধবারের ফলাফলে এই শিক্ষার্থী ফেল করেছে। আশা করি আগামী বছরে আমরা ভালো ফলাফল করব।
এ বিষয়ে নলডাঙ্গা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আহম্মদ আলী বলেন, গত ২০২২ সালে এইচএসসিতে একজন ছাত্রী পরীক্ষা দিয়ে ফেল করেছে। এটি খুবই দুঃখজনক। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
৪ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
১৭ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
২০ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
২৫ মিনিট আগে