হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় সংখ্যালঘু হিন্দুদের কটূক্তি করা ও হুমকি দেওয়া আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিকের শাস্তির দাবিতে মানববন্ধন পণ্ড করে দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মানববন্ধন চলার একপর্যায়ে কয়েকজনের বক্তব্যের পর পুলিশ এসে তাঁদের সেখান থেকে তুলে দেয়।
তার আগে স্থানীয় বাসিন্দা ব্রজেন্দ্র নাথ, শিশির চন্দ্র রায়, রঞ্জিত রায় ও রতন ঠাকুর সেখানে বক্তব্য দেন। বক্তারা বলেন, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল হিন্দু সম্প্রদায়ের লোকজনকে কটূক্তি ও হুমকি দেওয়ার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এত দিনেও তাঁকে বিচারের আওতায় আনা হয়নি।
আবু বক্কর সিদ্দিকের পক্ষ থেকে নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে বক্তারা অতি দ্রুত শ্যামলকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে ফোন করা হলে তিনি সংযোগ কেটে দেন।
তবে মানববন্ধন পণ্ড করার কথা অস্বীকার করে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মুসা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ মানববন্ধনে বাধা দেয়নি। রাস্তায় জনসাধারণের চলাচলে যেন সমস্যা না হয়, তাদের সে কথা বলা হয়েছে।’
আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে মামলা ও তাঁর গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। এ বিষয়ে কিছু জানি না।’
গত ২৯ ডিসেম্বর পাশের সিন্দুর্না ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে ভোট চাইতে গিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে কটূক্তি করেন এবং তাঁদের হুমকি দেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।
ভিডিওতে আবু বক্কর সিদ্দিককে বলতে শোনা যায়, ‘এরা গরু খাওয়া হিন্দু। আওয়ামী লীগের আশ্রয়-প্রশ্রয়ে হিন্দুরা বাংলাদেশে আছে। আওয়ামী লীগ সব সময় সংখ্যালঘুদের জন্য লড়াই করে। নির্বাচনে নৌকায় ভোট না দিলে হাত-পা ভেঙে দেশ থেকে তাদের বিতাড়িত করা হবে।’
আওয়ামী লীগ নেতার সেই ভিডিও বক্তব্য তখন ফেসবুকে ছড়িয়ে পড়লে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ঘটনায় গত ২৪ ডিসেম্বর রাতে শ্যামলকে প্রধান করে ২২ জনের নামে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেন স্থানীয় বাসিন্দা ব্রজেন্দ্রনাথ।
লালমনিরহাটের হাতীবান্ধায় সংখ্যালঘু হিন্দুদের কটূক্তি করা ও হুমকি দেওয়া আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিকের শাস্তির দাবিতে মানববন্ধন পণ্ড করে দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মানববন্ধন চলার একপর্যায়ে কয়েকজনের বক্তব্যের পর পুলিশ এসে তাঁদের সেখান থেকে তুলে দেয়।
তার আগে স্থানীয় বাসিন্দা ব্রজেন্দ্র নাথ, শিশির চন্দ্র রায়, রঞ্জিত রায় ও রতন ঠাকুর সেখানে বক্তব্য দেন। বক্তারা বলেন, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল হিন্দু সম্প্রদায়ের লোকজনকে কটূক্তি ও হুমকি দেওয়ার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এত দিনেও তাঁকে বিচারের আওতায় আনা হয়নি।
আবু বক্কর সিদ্দিকের পক্ষ থেকে নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে বক্তারা অতি দ্রুত শ্যামলকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন।
এ বিষয়ে মন্তব্যের জন্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে ফোন করা হলে তিনি সংযোগ কেটে দেন।
তবে মানববন্ধন পণ্ড করার কথা অস্বীকার করে হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মুসা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ মানববন্ধনে বাধা দেয়নি। রাস্তায় জনসাধারণের চলাচলে যেন সমস্যা না হয়, তাদের সে কথা বলা হয়েছে।’
আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে মামলা ও তাঁর গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। এ বিষয়ে কিছু জানি না।’
গত ২৯ ডিসেম্বর পাশের সিন্দুর্না ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে ভোট চাইতে গিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে কটূক্তি করেন এবং তাঁদের হুমকি দেন আবু বক্কর সিদ্দিক শ্যামল।
ভিডিওতে আবু বক্কর সিদ্দিককে বলতে শোনা যায়, ‘এরা গরু খাওয়া হিন্দু। আওয়ামী লীগের আশ্রয়-প্রশ্রয়ে হিন্দুরা বাংলাদেশে আছে। আওয়ামী লীগ সব সময় সংখ্যালঘুদের জন্য লড়াই করে। নির্বাচনে নৌকায় ভোট না দিলে হাত-পা ভেঙে দেশ থেকে তাদের বিতাড়িত করা হবে।’
আওয়ামী লীগ নেতার সেই ভিডিও বক্তব্য তখন ফেসবুকে ছড়িয়ে পড়লে হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ঘটনায় গত ২৪ ডিসেম্বর রাতে শ্যামলকে প্রধান করে ২২ জনের নামে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দেন স্থানীয় বাসিন্দা ব্রজেন্দ্রনাথ।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে