ঠাকুরগাঁও প্রতিনিধি
খরা আর প্রখর দাবদাহে পুড়ছিল ঠাকুরগাঁও। মাঠ-ঘাট, মানুষ-প্রাণী—সব যেন ক্লান্ত, শ্রান্ত। ঠিক এমন এক সময়ে স্বস্তির বার্তা নিয়ে বৃহস্পতিবার দুপুরে নেমে এলো বৃষ্টি। দুপুর ১২টার পর থেকেই আকাশ কালো হয়ে আসে, এরপরই নামে একটানা মুষলধারে বৃষ্টি। মুহূর্তেই বদলে যায় পরিবেশের চিত্র—প্রাণ জুড়ায় শহর থেকে গ্রামান্তর।
গত এক মাস ধরে তীব্র খরায় গাছ শুকিয়ে যাচ্ছিল, ফসলের মাঠে দেখা দিয়েছিল পানিশূন্যতা। কৃষকরা তাকিয়ে ছিলেন আকাশের দিকে। অবশেষে বহু প্রতীক্ষার সেই বৃষ্টি নামায় যেন হাসি ফুটেছে সবার মুখে।
সদর উপজেলার কৃষি কর্মকর্তা নসিরুল আলম বলেন, “এই বৃষ্টি আমন চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা আমন বীজতলা তৈরির জন্য প্রস্তুতি নিতে পারবেন এখন। জমি চাষ উপযোগী হয়ে উঠবে, যা কৃষকদের স্বস্তি দিয়েছে। ”
শুধু কৃষিই নয়, স্বস্তি এসেছে স্বাস্থ্যখাতে। ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম চয়ন বলেন, “গরমজনিত কারণে হিট এক্সহশন, ডায়রিয়া, মাথা ঘোরা নিয়ে প্রতিদিন বহু রোগী আসছিলেন। আবহাওয়া পরিবর্তনের কারণে হিট স্ট্রোকের সম্ভাবনা কিছুটা কমবে, তবে সবাইকে এখনো সচেতন থাকতে হবে। ”
বালিয়া গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস জানান, “আসলে মনে হচ্ছিল আর সহ্য করা যাবে না। এই বৃষ্টি আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয়। ”
বালিয়াডাঙ্গীর কৃষক মনোয়ার হোসেন বলেন, “জমি চাষের উপযোগী সময় এখন। বৃষ্টি যদি কিছুদিন থাকে, তাহলে আমরা ঠিক সময়ে আমনের বীজ বপন করতে পারব। ”
শহরের রিকশাচালক মুকুল রানা জানান, “এই কয়দিন রোদে রিকশা চালানো মানে আগুনে পড়া। আজকের বৃষ্টিতে মনে হলো আবার বাঁচলাম। ”
দিনমজুর হাসিনা খাতুন বলেন, “বৃষ্টিতে ভিজে গেছি ঠিকই, কিন্তু শরীরটা যেন হালকা হয়ে গেল। এমন স্বস্তি অনেক দিন ধরে পাইনি।”
তবে ঠাকুরগাঁও আবহাওয়া অফিসে বৃষ্টিপাত মাপার উপকরণ না থাকায় নির্ভুল পরিমাণ জানানো সম্ভব হয়নি। তবু শহর থেকে গ্রাম—সবার মনে একটাই কামনা: এই বৃষ্টি যেন টিকে থাকে আরও কিছুদিন।
খরা আর প্রখর দাবদাহে পুড়ছিল ঠাকুরগাঁও। মাঠ-ঘাট, মানুষ-প্রাণী—সব যেন ক্লান্ত, শ্রান্ত। ঠিক এমন এক সময়ে স্বস্তির বার্তা নিয়ে বৃহস্পতিবার দুপুরে নেমে এলো বৃষ্টি। দুপুর ১২টার পর থেকেই আকাশ কালো হয়ে আসে, এরপরই নামে একটানা মুষলধারে বৃষ্টি। মুহূর্তেই বদলে যায় পরিবেশের চিত্র—প্রাণ জুড়ায় শহর থেকে গ্রামান্তর।
গত এক মাস ধরে তীব্র খরায় গাছ শুকিয়ে যাচ্ছিল, ফসলের মাঠে দেখা দিয়েছিল পানিশূন্যতা। কৃষকরা তাকিয়ে ছিলেন আকাশের দিকে। অবশেষে বহু প্রতীক্ষার সেই বৃষ্টি নামায় যেন হাসি ফুটেছে সবার মুখে।
সদর উপজেলার কৃষি কর্মকর্তা নসিরুল আলম বলেন, “এই বৃষ্টি আমন চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকরা আমন বীজতলা তৈরির জন্য প্রস্তুতি নিতে পারবেন এখন। জমি চাষ উপযোগী হয়ে উঠবে, যা কৃষকদের স্বস্তি দিয়েছে। ”
শুধু কৃষিই নয়, স্বস্তি এসেছে স্বাস্থ্যখাতে। ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম চয়ন বলেন, “গরমজনিত কারণে হিট এক্সহশন, ডায়রিয়া, মাথা ঘোরা নিয়ে প্রতিদিন বহু রোগী আসছিলেন। আবহাওয়া পরিবর্তনের কারণে হিট স্ট্রোকের সম্ভাবনা কিছুটা কমবে, তবে সবাইকে এখনো সচেতন থাকতে হবে। ”
বালিয়া গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস জানান, “আসলে মনে হচ্ছিল আর সহ্য করা যাবে না। এই বৃষ্টি আল্লাহর রহমত ছাড়া আর কিছু নয়। ”
বালিয়াডাঙ্গীর কৃষক মনোয়ার হোসেন বলেন, “জমি চাষের উপযোগী সময় এখন। বৃষ্টি যদি কিছুদিন থাকে, তাহলে আমরা ঠিক সময়ে আমনের বীজ বপন করতে পারব। ”
শহরের রিকশাচালক মুকুল রানা জানান, “এই কয়দিন রোদে রিকশা চালানো মানে আগুনে পড়া। আজকের বৃষ্টিতে মনে হলো আবার বাঁচলাম। ”
দিনমজুর হাসিনা খাতুন বলেন, “বৃষ্টিতে ভিজে গেছি ঠিকই, কিন্তু শরীরটা যেন হালকা হয়ে গেল। এমন স্বস্তি অনেক দিন ধরে পাইনি।”
তবে ঠাকুরগাঁও আবহাওয়া অফিসে বৃষ্টিপাত মাপার উপকরণ না থাকায় নির্ভুল পরিমাণ জানানো সম্ভব হয়নি। তবু শহর থেকে গ্রাম—সবার মনে একটাই কামনা: এই বৃষ্টি যেন টিকে থাকে আরও কিছুদিন।
পুলিশ জানায়, একসময় একটি ইটভাটায় কাজ করার সময় আকলিমা ও আব্দুর রহিমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাঁরা বিয়ে করেন। পরে ইটভাটার কার্যক্রম বন্ধ হয়ে গেলে আব্দুর রহিম নিজ এলাকায় ফিরে যান। সেখানে তাঁর আরও এক স্ত্রী রয়েছে। প্রায় ছয়-সাত মাস ধরে আকলিমার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন রহিম।
১৪ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সড়কে গাছ ফেলে ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের অদূরে সুরমা চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনাটোরের সিংড়ায় ভ্যানচালক মো. জিহাদ (২০) নামের এক যুবককে খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই এর রহস্য উন্মোচন করেছে র্যাব-৫। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত এবং ছিনতাই হওয়া ভ্যান। র্যাবের হাতে গ্রেপ্তার দুজন হলেন নাটোরের সিংড়া
১৭ মিনিট আগেরাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটকে তিন-চার বছর আগেও অগ্নিনির্বাপণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ শনিবার (২ আগস্ট) সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকের এ তথ্য জানান ফায়ার
২৩ মিনিট আগে